আমি কিভাবে এক লাখ টাকার ইনস্ট্যান্ট লোন পেতে পারি?
- Personal Loan
- Hero FinCorp Team
- 11613 Views
অনলাইন লোন অ্যাপস থেকে ১ লাখ টাকা লোন পাওয়ার পদ্ধতি সহজ ও দ্রুত। লোন ১ লাখ টাকা বা তার বেশি যাই হোক না কেন, লোনের জন্য ব্যাঙ্কে যাবার চাপ, তারপর কত দিনে লোনের কতটুকু পরিমান মঞ্জুর হবে সেই নিয়ে চিন্তা; এই সব কিছু বদলে এসে গেছে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপস।
হিরোফিনকর্প হ’ল একটা ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ যা হিরোফিনকর্প-এর শক্তিতে বলীয়ান। মূলত: ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দেবার জন্য একে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। ইনস্ট্যান্ট ১ লাখ টাকা লোন পাবার পদ্ধতি কাগজহীন প্রমানপত্র দাখিল ও রিয়েল টাইম ভেরিফিকেশন মাধ্যমে সেরে ফেলা হয়। যাচাইকরণ ও অনুমোদন হয়ে গেলেই ২৪ ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে।
১ লাখ টাকার ইনস্ট্যান্ট লোনকে স্মল ক্যাশ লোন বলা হলেও ১ লাখ টাকায় একজন ঋণগ্রহীতার বহুবিধ আর্থিক প্রয়োজন মিটতে পারে, যেমন ভাড়া, কোন কনজিউমার ডিউরেবল কেনা, বাড়ি সারানোর খরচ, অন্তর্দেশীয় ভ্রমন ইত্যাদি।
To Avail Personal Loan
Apply Nowআপনার স্মার্ট ফোনের মাধ্যমে ইনস্ট্যান্ট ১ লাখ টাকা লোন পাবার জন্য প্রয়োজনীয় প্রমানপত্রাদি
ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের কল্যানে এখন ঋণগ্রহীতারা অনেক সহজে ১ লাখ টাকা বা তার বেশি লোন পেতে পারেন। পেপারলেস ডকুমেন্ট যাচাই ব্যবস্থার ফলে চট করে ১ লাখ টাকার লোন মঞ্জুর হয়ে যায়। ঝামেলাহীন অনলাইন ডকুমেন্টেশন পদ্ধতি এসে যাওয়ায় এখন আর সশরীরে লোনের আবেদন করার ধকল সহ্য করতে হয় না। ১ লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন পাবার জন্য যে সব ডকুমেন্ট পেশ করা বাধ্যতামূলক সেগুলি হ’ল:
- পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হলে প্রথমেই চাই আধার আর প্যান কার্ড
- আধার কার্ড না থাকলে, শুধুমাত্র স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যেতে পারে
- অন্যান্য জরুরী ডকুমেন্টের মধ্যে রয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সহ আপনার পেশাগত ও আর্থিক বিবরণ
- আর্থিক সংস্থার মনোনীত ব্যাঙ্কগুলির একটিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে
১ লাখ টাকা ইনস্ট্যান্ট লোন পাবার যোগ্যতামান
আসন্ন ঋণগ্রহীতাদের জন্য যোগ্যতামানের অধীন থাকা খুবই জরুরী, বিশেষ করে যখন লোনের পরিমান ৫০,০০০ টাকার বেশি বা ১ লাখ টাকা লোন চাওয়া হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি ১ লাখ টাকার মতো স্মল ক্যাশ লোনের ক্ষেত্রেও যোগ্যতামান বজায় রাখার বিষয়টিকে বাধ্যতামূলক করে রেখেছে তার কারণ হ’ল ভবিষ্যতে পরিশোধ প্রক্রিয়ায় কোন গড়বড় হবার বিষয়ে কিংবা কোন প্রতারণার অভিসন্ধি আছে কিনা, সে বিষয়ে তারা কোন ঝুঁকি নিতে চায় না।
আপনার যদি ১ লাখ টাকা লোন দরকার হয়, তবে আপনাকে তার জন্য যোগ্যতামান বজায় রাখতে হবে।
-
বয়সভিত্তিক যোগ্যুতা
আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৫৮ বছর হতে হবে
-
বেতনভোগীদের ন্যূনতম মাসিক বেতন
আবেদনকারীকে মাসে অন্ততঃ ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে
-
স্ব-নিয়োজিতদের জন্য ন্যূনতম মাসিক আয়
মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা আয় করতে হবে আর ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক
-
আয়ের প্রমানপত্র
স্যালারি বা পার্সোনাল অ্যাকাউন্টের বিগত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
১ লাখ টাকা লোনকে যদিও স্মল ক্যাশ লোনের অধীণে গণ্য করা হয়, তবুও জরুরী ভিত্তিতে নগদ টাকার প্রয়োজন হলে লোন হিসাবে পাওয়া ১ লাখ টাকা দুর্দান্ত আর্থিক সহায়তা দিতে পারে। লোনের পরিমান বরাদ্দ করার আগেই পরিশোধ ক্ষমতা বুঝে ও যাচাই করে নেওয়া হয়। তাই, লোনের জন্য আবেদন করার সময় সতর্ক থাকবেন, ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা যাই হোক না কেন তাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইএমআই আকারে পরিশোধ করতেই হবে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, তাহলে আপনি কম সুদের হারের সুবিধা পেতে পারেন।
কিভাবে ১,০০,০০০ টাকার পার্সোনাল লোনের জন্য আবেদন করতে হবে?
১ লাখ টাকার পার্সোনাল লোন আসলে আনসিকিওরড লোন এবং তার জন্য কোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে সহজেই আবেদন করা যায়। ১ লাখ টাকার লোনের আবেদনের সাথে ন্যুনতম প্রমানপত্র দাখিল করতে হয়, আর তাছাড়া কোন কোল্যাটারালও দিতে হয় না। এর ফলে অনেকটা সময় বেঁচে যায় বলে কয়েক মিনিটেই অনুমোদন পাওয়া যায়।
১,০০,০০০ টাকার পার্সোনাল লোনের আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন
- গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করুন
- নিজের ইমেল আইডি/মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন, ওটিপি ব্যবহার করে ভেরিফাই করুন
- ইএমআই ক্যালকুলেটরে প্রয়োজনীয় লোনের পরিমান এন্টার করুন এবং কত টাকা শোধ করতে হবে বা কত মাসের মেয়াদ
- আপনার কেওয়াইসি বিবরণ আর আয়ের প্রমানপত্র যাচাই করিয়ে নিন
- কেওয়াইসি বিবরণ রিয়েল টাইম ভেরিফিকেশন হয়ে যাবার পর সেই মতো লোন অনুমোদন হয়ে যাবে আর তারপর ঋণগ্রহীতার রেজিস্টার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে
১ লাখ টাকা পার্সোনাল লোনকে স্মল ক্যাশ লোন হিসাবে গণ্য করা হলেও জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে সেটা কম কিছু নয়। লোন বরাদ্দ করার আগে পরিশোধ ক্ষমতা বুঝে ও যাচাই করে নেওয়া হয়। তাই, লোনের জন্য আবেদন করার সময় সতর্ক থাকবেন, ইনস্ট্যান্ট লোনের পরিমান ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা যাই হোক না কেন তাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইএমআই আকারে পরিশোধ করতেই হবে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, তাহলে আপনি কম সুদের হারের সুবিধা পেতে পারেন।