অনলাইন প্রক্রিয়া
ঋণগ্রহীতারা যে কোন সময়ে, যে কোন জায়গায় অ্যাপ অ্যাকসেস করতে পারেন এবং কয়েক মিনিটেই একটি ইনস্ট্যান্ট ক্যাশ লোনের আবেদন করতে পারেন। অনলাইনে যাচাই করার মাধ্যমে কোন কাজের দিনে ২৪ ঘন্টা সময়ের মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়।
উত্তরটা খুবই সহজ - ইনস্ট্যান্ট লোনের জন্য হিরোফিনকর্প ভালো কেননা এই পার্সোনাল লোন অ্যাপটি খুব দ্রুত কাজ করে আর এটিকে ব্যবহার করাও সহজ। একে গুগল প্লে স্টোর থেকে সহজে পাওয়া যায় এবং এটি অ্যান্ড্রয়েড ফোনের উপযোগী। তাই আপনার যদি কোন ইনস্ট্যান্ট লোনের প্রয়োজনীয়তা থাকে, তাহলে এখনই হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন এবং লোনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করে দিন যেটি ১০০% সুরক্ষিত। এই ডিজিট্যাল লোন ফেসিলিটি হিরোফিনকর্পের শক্তিতে বলীয়ান এবং ভারতের এমন একটি প্রথম শ্রেণীর আর্থিক পরিষেবা দানকারী প্রতিষ্ঠান যেখানে প্রতি ৩০ সেকেন্ডে একটি করে লোন দেওয়া হয়। ঋণগ্রহীতারা হিরোফিনকর্প অ্যাপ ব্যবহার করে ১৫,০০০ টাকা থেকে শুরু করে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিভিন্ন ধরণের পার্সোনাল লোন নিতে পারেন - যেমন ম্যারেজ লোন, কনজিউমার ডিউরেবল লোন ও টপ-আপ লোন।
ইএমআই কত হবে তা নিয়ে চিন্তিত থাকলে অ্যাপের ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আগে থেকেই কিস্তির পরিমান জেনে নিতে পারেন। আপনি নিজের বাজেট অনুযায়ী ইএমআই বাড়াতে বা কমাতে পারেন। বিভিন্ন লোনের পরিমান, পরিশোধের মেয়াদ আর সুদের হার অনুযায়ী কয়েক সেকেন্ডের মধ্যে নির্ভুল ভাবে ইএমআই পরিমান জেনে যাবেন।
অনলাইনে ইনস্ট্যান্ট লোন পাবার জন্য হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ একদম যথাযথ। ২৪ ঘন্টার মধ্যে অল্প পরিমান লোন অনুমোদন পেয়ে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। সীমিত পরিমানের লোন হবার জন্য, ইনস্ট্যান্ট ক্যাশ লোন সাধ্য অনুসারে নির্বাচিত কোন ইএমআই দিয়ে পরিশোধ করে দেওয়া যায়। অনলাইনে ইনস্ট্যান্ট লোন নিয়ে আপৎকালীন টাকার প্রয়োজন মেটাবার জন্যই রয়েছে হিরোফিনকর্প. যদি আপনি প্রথমবার পার্সোনাল নিচ্ছেন, তাহলে স্মল ক্যাশ লোন নিন। এই ধরণের লোনে ঝুঁকি কম থাকায় কোন জমানত দরকার হয় না আর পরিশোধ প্রক্রিয়াতেও কোন ঝামেলা নেই।
যে কোন সময় ইনস্ট্যান্ট ক্যাশ লোন দরকার হতে পারে। তাই, এখানে নামমাত্র প্রমানপত্রাদি প্রয়োজন এবং তাও পেপারলেস। এই ধরনের লোনের ক্ষেত্রে প্রমানপত্রাদি যাচাই সংক্রান্ত বিষয়ে দীর্ঘ সময় ব্যয় এড়িয়ে গিয়ে লোন দেওয়ার পদ্ধতিকে দ্রুততর করা যায়। অনলাইনে ইনস্ট্যান্ট ক্যাশ লোনের আবেদন করার সময় আপনার কেওয়াইসি বিবরণ আর আয়ের প্রমানপত্রাদি তৈরি রাখুন। ডকুমেন্টেশন পদ্ধতি পেপারলেস হওয়ায় লোনের অনুমোদন প্রসেসিং হবার জন্য সময় কম লাগে।
অনলাইনে পার্সোনাল লোনের আবেদন করার সময় কিছু অপরিহার্য ডকুমেন্ট দাখিল করা বাধ্যতামূলক। অপরিহার্য ডকুমেন্টের মধ্যে রয়েছে আধার কার্ড ও প্যান কার্ডের মতো ব্যক্তিগত পরিচয়পত্র এবং তার সাথে বেতনভোগী কর্মচারি হলে ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং স্ব-নিয়োজিত ব্যক্তির ক্ষেত্রে সর্বাধিক লেনদেন সহ ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট যা থেকে ঋণগ্রহীতার আর্থিক স্থিতাবস্থার ধারণা পাওয়া যায়।
* হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে লোন পেতে চাইলে ডকুমেন্ট/বিবরণ দরকার হবে না
ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করা খুবই সহজ ও দ্রুত হয়। ইনস্ট্যান্ট ক্যাশ লোন বহু ভাবে কাজে লাগানো যায়, প্রধানতঃ জরুরী ভিত্তিতে ক্যাশের প্রয়োজন মেটানোর জন্য।
আপনার মোবাইল নম্বর ও এরিয়া পিন কোড এন্টার করুন
ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে আপনার লোনের পরিমান নিজের সুবিধামতো ঠিক করুন। এতে লোনের আসলের পরিমান, সুদের হার এবং পরিশোধের সময়সীমা আপনার সুবিধামতো অদলবদল করতে পারবেন
আপনার ব্যক্তিগত, চাকরি সংক্রান্ত ও আর্থিক বিবরণ দাখিল করুন
আধার কার্ড নম্বর দিন
প্যান নাম্বার, কেওয়াইসি ডকুমেন্ট ও ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট