ব্যক্তিগত প্রয়োজন মেটাতে এবং জীবনের অনিশ্চয়তার সাথে মোকাবিলা করতে পার্সোনাল লোন সহায়তা করে। পড়াশোনা, বিবাহ, ভ্রমণ, সম্পত্তি, হাসপাতাল ইত্যাদির মতো এমন বহু প্রয়োজন আছে যেখানে আর্থিক প্রয়োজন ও দায় মেটাবার জন্য পার্সোনাল লোন আশীর্বাদ হয়ে দেখা দেয়। ইউজার ফ্রেন্ডলি
ইনস্ট্যান্ট লোন অ্যাপ আর ওয়েবসাইটের কল্যানে লোনের আবেদনপত্র দাখিল করা এখন আর খুব লম্বা আর সময়সাধ্য ব্যাপার নয়। এখন প্রশ্ন হলো আমার স্যালারি বা আয়ের ভিত্তিতে আমি কত টাকা পর্যন্ত লোন পেতে পারি? এখন যদি আমার বেতন বা আয় ৩০,০০০ টাকা হয় তাহলে আমি কত টাকা লোন পাবো?
এর উত্তর বিভিন্ন ঋণদাতা এবং আপনার যোগ্যতামানের বিচারে আপনি যেমন ভাবে মানানসই হবেন সেই অনুযায়ী নির্ধারিত হবে। সাধারণত: ৩০,০০০ টাকার মাইনের কোন ব্যক্তি ১৫,০০০ থেকে ২ লাখ পর্যন্ত
স্মল ক্যাশ লোন পেতে পারেন। এটা দিয়ে জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজন মেটানো যাবে এবং ঋণ পরিশোধ করা যাবে। যে কোম্পানিতে কাজ করেন সুনাম যত বেশি হবে এবং মাইনে যত উঁচু পর্যায়ের হবে তত বেশি পরিমান লোন পাবার সম্ভাবনা থাকবে।
পরিশোধের জন্য ইএমআই কত দিতে হচ্ছে তার বিবেচনার ভিত্তিতে সর্বাধিক কত টাকা লোন নেওয়া যেতে পারে তা স্থির করে নেওয়া যায়। কত রকম ভাবে ইএমআই শোধ করা যায় সঠিকভাবে তার গণনা করার জন্য আপনি
ইএমআই ক্যালকুলেটর বা পার্সোনাল লোন এলিজিবিলিটি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
৩০,০০০ টাকা মাইনে হলে পার্সোনাল লোন পাবার যোগ্যতামান কি হবে?
ব্যক্তিগত ভাবে লোনের যোগ্যতামান বিচার করতে গেলে সেই ব্যক্তির মাসিক আয় খুবই তাৎপর্যপূর্ণ। বিবেচনা করার জন্য বিভিন্ন ঋণদাতার আলাদা রকমের ও নিজস্ব মাপকাঠি রয়েছে।