ইনস্ট্যান্ট পার্সোনাল লোনের কল্যানে এখন ঋণগ্রহীতারা অনেক সহজে ১ লাখ টাকা বা তার বেশি লোন পেতে পারেন। পেপারলেস ডকুমেন্ট যাচাই ব্যবস্থার ফলে চট করে ১ লাখ টাকার লোন মঞ্জুর হয়ে যায়। ঝামেলাহীন অনলাইন ডকুমেন্টেশন পদ্ধতি এসে যাওয়ায় এখন আর সশরীরে লোনের আবেদন করার ধকল সহ্য করতে হয় না। ১ লাখ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন পাবার জন্য যে সব ডকুমেন্ট পেশ করা বাধ্যতামূলক সেগুলি হ’ল:
আসন্ন ঋণগ্রহীতাদের জন্য যোগ্যতামানের অধীন থাকা খুবই জরুরী, বিশেষ করে যখন লোনের পরিমান ৫০,০০০ টাকার বেশি বা ১ লাখ টাকা লোন চাওয়া হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানগুলি ১ লাখ টাকার মতো স্মল ক্যাশ লোনের ক্ষেত্রেও যোগ্যতামান বজায় রাখার বিষয়টিকে বাধ্যতামূলক করে রেখেছে তার কারণ হ’ল ভবিষ্যতে পরিশোধ প্রক্রিয়ায় কোন গড়বড় হবার বিষয়ে কিংবা কোন প্রতারণার অভিসন্ধি আছে কিনা, সে বিষয়ে তারা কোন ঝুঁকি নিতে চায় না।
আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৫৮ বছর হতে হবে
আবেদনকারীকে মাসে অন্ততঃ ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে
মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা আয় করতে হবে আর ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক
স্যালারি বা পার্সোনাল অ্যাকাউন্টের বিগত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট
১ লাখ টাকা লোনকে যদিও স্মল ক্যাশ লোনের অধীণে গণ্য করা হয়, তবুও জরুরী ভিত্তিতে নগদ টাকার প্রয়োজন হলে লোন হিসাবে পাওয়া ১ লাখ টাকা দুর্দান্ত আর্থিক সহায়তা দিতে পারে। লোনের পরিমান বরাদ্দ করার আগেই পরিশোধ ক্ষমতা বুঝে ও যাচাই করে নেওয়া হয়। তাই, লোনের জন্য আবেদন করার সময় সতর্ক থাকবেন, ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা যাই হোক না কেন তাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইএমআই আকারে পরিশোধ করতেই হবে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, তাহলে আপনি কম সুদের হারের সুবিধা পেতে পারেন।
১ লাখ টাকার পার্সোনাল লোন আসলে আনসিকিওরড লোন এবং তার জন্য কোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে সহজেই আবেদন করা যায়। ১ লাখ টাকার লোনের আবেদনের সাথে ন্যুনতম প্রমানপত্র দাখিল করতে হয়, আর তাছাড়া কোন কোল্যাটারালও দিতে হয় না। এর ফলে অনেকটা সময় বেঁচে যায় বলে কয়েক মিনিটেই অনুমোদন পাওয়া যায়।
১ লাখ টাকা পার্সোনাল লোনকে স্মল ক্যাশ লোন হিসাবে গণ্য করা হলেও জরুরী আর্থিক প্রয়োজন মেটাতে সেটা কম কিছু নয়। লোন বরাদ্দ করার আগে পরিশোধ ক্ষমতা বুঝে ও যাচাই করে নেওয়া হয়। তাই, লোনের জন্য আবেদন করার সময় সতর্ক থাকবেন, ইনস্ট্যান্ট লোনের পরিমান ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা যাই হোক না কেন তাকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইএমআই আকারে পরিশোধ করতেই হবে। যদি আপনার ক্রেডিট স্কোর ভালো থাকে, তাহলে আপনি কম সুদের হারের সুবিধা পেতে পারেন।
উ. হ্যাঁ, আপনি পার্সোনাল লোনের জন্য ঋণদাতার নির্ধারিত যোগ্যতামান পূরণ করতে পারলেই ১ লাখ টাকার লোন পেতে পারেন। ১ লাখ টাকার জন্য লোন প্রার্থীর যোগ্যতামান কি হবে সেটা ভাবী ঋণগ্রহীতারা এলিজিবিলিটি ক্যালকুলেটর ব্যবহার করে অনলাইনে দেখে নিতে পারেন।
উ. ঋনদাতা ভেদে ১ লাখ টাকার লোনের সুদের হার ভিন্ন হতে পারে। পার্সোনাল লোন যেহেতু আনসিকিওরড লোনের শ্রেণীতে পড়ে তাই পরিশোধের সময়সীমা কম হবার কারণে সুদের হার তুলনামূলক ভাবে বেশি হতে পারে।
উ. আপনি অনলাইনে ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে দ্রুত ১,০০,০০০ টাকা লোন পেতে পারেন। হিরোফিনকর্প হ’ল এমনই একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ যার মাধ্যমে ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়া যেতে পারে।
উ. আপনার যদি জরুরী ভিত্তিতে ন্যূনতম ১ লাখ টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করতে পারেন ও লোনের জন্য আবেদনের পদ্ধতি অনুসরণ করে খুব তাড়াতাড়ি ১ লাখ টাকা লোন হিসাবে পেতে পারেন।
উ. হিরোফিনকর্প হ’ল হিরোফিনকর্পের অধীন একটি অবিশ্বাস্য ইনস্ট্যান্ট লোন অ্যাপ। এটি সুরক্ষিত ভাবে গুগল প্লে স্টোর প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করা যাবে। ঋণগ্রহীতারা হিরোফিনকর্প লোন অ্যাপে প্রথমে নিজেদের রেজিস্টার করে আবেদন পদ্ধতি অনুসরণ করে সর্বাধিক ১.৫ লাখ টাকা ধার পেতে পারেন।
উ. আপনি অনলাইনে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে আবেদন করে দ্রুত সেই একই দিনে ১ লাখ টাকা লোন পেতে পারেন। আপনার কেওয়াইসি সংক্রান্ত কাগজপত্র হাতের কাছে রেখে ডিজিট্যাল লোন অ্যাপের মাধ্যমে ১ লাখ টাকার স্মল ক্যাশ লোনের আবেদন করুন।
উ. আপনি অনলাইনে পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে ১,০০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন। যেহেতু প্রকৃতি অনুযায়ী এই লোনের জন্য কোন কোল্যাটারাল দরকার হয় না, তাই ১ লাখ টাকার কোন লোন কয়েক মিনিটের মধ্যেই অনুমোদন পেয়ে যায়।
Hero Fincorp offers a wide range of financial products including Personal Loans for personal needs, Business Loans to support business growth, Used Car Loans for purchasing pre-owned vehicles, Two-Wheeler Loans for bike financing, and Loan Against Property for leveraging real estate assets. We provide tailored solutions with quick processing, minimal paperwork, and flexible repayment options for smooth and convenient borrowing experience.