Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

স্যালারি অ্যাডভান্স লোন

আমরা সবাই স্যালারি পাবার জন্য কাজ করি, যেটা আমাদের আরো ভালো করে পারফর্ম করতে উৎসাহিত করে। কিন্তু, কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি এমন এসে পড়তে পারে যে তখন আর মাসের স্যালারিতে কুলিয়ে ওঠে না। এই রকম সময়ে কর্মচারিরা তাঁদের কোম্পানি থেকেই একটি অ্যাডভান্স স্যালারি লোন নিতে পারেন অথবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির (এনবিএফসি) জাতীয় বাইরের কোন জায়গা থেকে তা যোগাড় করতে পারেন। তাহলে, আপনি অনলাইনে সহজেই স্যালারি লোন পেতে পারেন যতক্ষণ না আপনি পরবর্তী স্যালারি পাচ্ছেন।

বাড়িভাড়া, বাচ্চাদের স্কুলের মাইনে, মেরামত, ইউটিলিটি বিল পেমেন্ট ইত্যাদি স্যালারি অ্যাডভান্স লোন নিয়ে মেটানো যেতে পারে। যেহেতু স্যালারি লোন অল্প সময়ের জন্য নেওয়া হয়ে থাকে, তাই এর ইএমআই বাবদ দেয় টাকাও সাধ্যের মধ্যে থাকে এবং তা পরিশোধ করা খুবই সহজ হয়। এর ফলে স্যালারি অ্যাডভান্স লং-টার্ম লোনের তুলনায় অনেক বেশি গ্রহণযোগ্য।

অতিরিক্ত কিছু ফিনান্সের জন্য কোন জায়গায় যাবার জন্য চাপ নেওয়া অথবা কারো কাছে সংকোচ করার প্রয়োজন নেই যখন আপনি অনলাইনে নিজেই একটি স্যালারি লোনের জন্য আবেদন করতে পারছেন। হিরোফিনকর্প সরল কিছু পেপারলেস প্রক্রিয়ার মাধ্যমে স্যালারি অ্যাডভান্স লোন পাবার একটি উপায় হতে পারে।

পার্সোনাল লোনের জন্য আবেদন করা
Salary Advance Loan
Salary Advance

স্যালারি অ্যাডভান্স লোন পাবার জন্য হিরোফিনকর্প কেন?

হিরোফিনকর্প একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ যা হিরোফিনকর্পের শক্তিতে বলীয়ান। যদি স্যালারি অ্যাডভান্স লোন পাবার জন্য দ্রুত অনুমোদন আশা করছেন, তাহলে এটিই সঠিক প্ল্যাটফর্ম। যে সব ঋণগ্রহীতার অবিলম্বে অগ্রিম টাকা চাই, তাঁরা হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে ৫০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবার জন্য আবেদন করতে পারেন। ইনস্ট্যান্ট স্যালারি অ্যাডভান্স লোন পাবার এই পদ্ধতিতে পেপারলেস ডকুমেন্টেশন ও রিয়াল টাইম ভেরিফিকেশন হয়ে থাকে। ভেরিফাই হয়ে যাবার পর অনুমোদন পাওয়া গেলেই, পরবর্তী ২৪ ঘন্টায় টাকা অ্যাকাউন্টে চলে আসবে।

আপনার স্মার্ট ফোনে যদি হিরোফিনকর্প ডাউনলোড করা থাকে, তাহলে অ্যাডভান্স লোনের ব্যাপারটা সামলানো খুবই সরল কেননা সুদের হার, ইএমআই, এবং পরিশোধের মেয়াদ বিষয়ক যা কিছু জানার আছে সে সবই আপনার আঙ্গুলের ডগায় রয়েছে। তাই হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে একটি ঝুঁকি-বিহীন স্বল্প-মেয়াদী লোন নিন এবং আপনার স্বাচ্ছন্দ্য অনুযায়ী নমণীয় ১-২ বছরের সময়সীমার মধ্যে তা পরিশোধ করুন।

হিরোফিনকর্প অ্যাপের ইন-বিল্ট ইএমআই টুল ব্যবহার করে অ্যাডভান্স স্যালারি লোনের পরিমান, সুদ ও মেয়াদের ভিত্তিতে নিজের পছন্দমতো ইএমআই স্থির করে নিন।

চলতি মাসের স্যালারি ফুরিয়ে গেলে অনলাইনে একটি স্যালারি অ্যাডভান্স লোনের আবেদন করলে আরও ভালো হবে কারণ এক্ষেত্রে সশরীরে শাখায় গিয়ে হরেক রকমের আনুষ্ঠনিকতা পালন করার কোন দরকার হবে না। ৫০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত স্বল্প-মেয়াদী লোন পাওয়া গেলে, যদি কোন আপৎকালীন পরিস্থিতি না তৈরি হয়, তাহলে সারা মাসের খরচ অনায়াসে মিটে যাবে। আগে থেকে একটি অ্যাডভান্স স্যালারি লোন নেওয়া হলে বাকি মাসের বাজেট সংক্রান্ত পরিকল্পনা করে নেওয়া যায়। তাই হিরোফিনকর্প অ্যাপের মতো কোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে অনলাইনে স্যালারি অ্যাডভান্স লোনের জন্য আবেদন করার পরিকল্পনাটি খুবই ভালো।

স্যালারি অ্যাডভান্স লোনের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি

ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপের ইউজার ফ্রেন্ডলি বৈশিষ্ট্য অনলাইনে স্যালারি লোনের আবেদন করার বিষয়টিকে সরল করে দিয়েছে। যদি চলতি মাসে আপনার ব্যাঙ্ক ব্যালান্স প্রায় শূন্যের কাছাকাছি পৌঁছে যায় সেক্ষেত্রে স্যালারি অ্যাডভান্স লোনের বৈশিষ্ট্য ও সুবিধারাশির বিষয়ে আগে ভাগে জেনে নিন এবং হিরোফিনকর্প অ্যাপের মতো কোন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে অনলাইনে স্যালারি অ্যাডভান্স লোনের জন্য আবেদন করুন।

Salary Advance Loan Tenure

লোনের মেয়াদ কম

অগ্রিম নেওয়া হয় সাধারণতঃ ১ থেকে ২ বছরের জন্য, তাই লোনের বোঝা বছরের পর বছর ধরে বয়ে চলতে হয় না।

Instant Loan Amount

লোনের পরিমান

স্যালারি অ্যাডভান্স লোনের পরিমান ১৫,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হতে পারে তবে সেটা কে লোন দিচ্ছেন তার উপরেও নির্ভর করে। ইএমআই-তে ভেঙে নিলে লোন পরিশোধ করা সহজ হয়।

Quick Loan Approval

লোনের অনুমোদন

স্যালারি অ্যাডভান্স লোনের অনুমোদন পেতে বেশি দেরি হয় না, নামমাত্র প্রামাণ্য কাগজপত্র দরকার হয় আর অনেক টাকার দীর্ঘ মেয়াদি লোন পাবার জন্য ঋণগ্রহীতার লোন নেবার সামর্থ্য ও তাঁর সম্পদ কতটা আছে সেই অনুযায়ী যাচাই প্রক্রিয়া অনেক কড়া হয়।

Easy for Working Individuals

কর্মরত মানুষদের জন্য সহজ

স্যালারি অ্যাডভান্স লোন পাবার ক্ষেত্রে স্ব-নির্ভর ও স্বনিয়োজিত মানুষরা সদ্য কাজে ঢুকেছেন অথবা কাজ খুঁজছেন এমন মানুষদের তুলনায় এগিয়ে থাকবেন।

No Collateral Required

কোল্যাটারাল নেই

এটি একটি আনসিকিওরড লোন হবার জন্য লোনের বিনিময়ে কোন সিকিউরিটি অথবা সম্পত্তি গচ্ছিত রাখার দরকার নেই...

স্যালারি অ্যাডভান্স লোন পাবার যোগ্যতামান এবং প্রয়োজনীয় প্রমাণপত্রাদি

লোনের পরিমান ৫০,০০০ টাকা বা ১ লাখ টাকা যাই হোক না কেন স্যালারি অ্যাডভান লোন পাবার জন্য আবেদন করার আগে ভাবি ঋণগ্রহীতা তার যোগ্যতামান যাচাই করে নিন। এটা কোন প্রতারণার ঘটনার সম্ভাবনা প্রতিরোধ করার জন্য করা হয়ে থাকে:

  • 1

    বেতনভোগী আবেদনকারীর ন্যুনতম মাসিক উপার্জন: ঋণগ্রহীতাকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা আয় করতে হবে।

  • 2

    বেতনভোগী আবেদনকারীর ন্যুনতম মাসিক উপার্জন: ঋণগ্রহীতাকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা আয় করতে হবে।

  • 3

    স্ব-নির্ভর আবেদনকারীর ন্যুনতম মাসিক উপার্জন: ঋণগ্রহীতাকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা আয় করতে হবে এবং বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়া বাধ্যতামূলক।

  • 4

    আয়ের প্রমানপত্র: স্যালারি অথবা পার্সোনাল অ্যাকাউন্টের বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার।

  • 5

    আধার কার্ড বা অন্য কোন ডিজিট্যাল কেওয়াইসি প্রমাণপত্র হ’ল প্রাথমিক গুরুত্বপূর্ণ প্রমাণপত্র যেটা ভুলে গেলে চলবে না।

  • 6

    আধার কার্ডের অনুপস্থিতিতে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন।

  • 7

    অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের মধ্যে রয়েছে আপনার পেশাগত ও ব্যক্তিগত বিবরণ আর তার সাথে ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

  • 8

    আর্থিক প্রতিষ্ঠানগুলির পরামর্শ অনুযায়ী কোন একটি ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।

হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে স্যালারি অ্যাডভান্স লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে?

অনলাইনে স্যালারি অ্যাডভান্স লোন নেওয়া খুবই সহজ, নিচের ধাপগুলি অনুসরণ করুন:

Salary Advance App
  • গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করুন

  • প্রাথমিক বিবরণ, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন

  • নিজের চাহিদা মতো লোনের পরিমান এন্টার করুন ও ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে নিজের ইএমআই নির্ধারিত করে নিন

  • নেট ব্যাঙ্কিং অথবা ৬ মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্টের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে

বি.দ্র.: হিরোফিনকর্প অ্যাপের ডকুমেন্টেশন ও যোগ্যতামান যাচাই প্রক্রিয়া খুবই সরল, বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন
ব্লগসমূহ
সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!