গৃহ সংস্কার
কিছু দিন পর পরই গৃহ মেরামত ও সংস্কার করা জরুরী হয়ে পড়ে। কিন্তু বহু মানুষই সেটা করে উঠতে পারেন না কিংবা গৃহ মেরামত ও সংস্কার করতে দেরি হয়, কারণ সে সবের জন্য অনেক খরচ পড়ে যায়। যতক্ষণ না খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, বাড়ি সংস্কারকে ততটা পাত্তা দেওয়াই হয় না। এখন অনলাইনে সহজেই গৃহ সংস্কার লোন পাওয়া যাচ্ছে বলে বর্তমান স্টাইলে গৃহ সারাই করা সম্ভবপর হচ্ছে। আপনার পরিবারের বসবাসের জন্য একটুখানি স্বাচ্ছন্দ্যে মাথা গোঁজার জায়গা তো চাই! আর তাই সহজসাধ্য কোন হোম রেনোভেশন লোন নিয়ে বর্তমান বাসস্থানটিকে মেরামত ও সংস্কার করতে পারলে ভালোই হয়, তাই না?
ভারতের একটি বিশ্বাসভাজন আর্থিক প্রতিষ্ঠান, হিরোফিনকর্প গ্রুপ নিয়ে এসেছে হিরোফিনকর্প, একটি ইনস্ট্যান্ট পার্সোনাল অ্যাপ, যা আপনার জরুরী আর্থিক প্রয়োজন মেটাবে। বহু পরিবার এমনও আছেন যাদের কাছে মানুষের বহুবিধ আর্থিক লক্ষ্যের মধ্যে গৃহ মেরামত ও সংস্কার অগ্রাধিকার পায়। কবে আপনার সঞ্চয় বাড়বে তার জন্য অপেক্ষা না করে বরং হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে একটি হোম রেনোভেশন লোনের আবেদন করুন আর ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোনের জন্য দ্রুত অনুমোদন পেয়ে যান। উপযোগী কিছু বৈশিষ্ট্য, সরল যোগ্যতামান ও পেপারলেস ডকুমেন্টেশন, এই সব কিছুর সমন্বয়ে হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে আপনার হোম রেনোভেশন লোন পেয়ে যাওয়া এখন সাধ্যের মধ্যেই।
পার্সোনাল লোনের জন্য আবেদন করুন