এডুকেশন লোন
ভালো শিক্ষাদীক্ষা জীবনে সফল হওয়ার একটি মূলমন্ত্র। আজকাল লেখাপড়ার খরচ সাংঘাতিক ভাবে বেড়ে গেছে, আর বাবা-মাদের সন্তানকে ভারতে বা বিদেশে উচ্চশিক্ষার জন্য ভর্তি করতে গিয়ে নাভিশ্বাস অবস্থা। নামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া ভীষণ খরচসাধ্য ব্যাপার। তাই বাবা-মারা যথার্থই ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট কিংবা মিউচ্যুয়াল ফান্ডে দীর্ঘ মেয়াদি বিনিয়োগ করছেন। যদি আপনার যথেষ্ট সেভিংস না থাকে বা যদি আপনি আপৎকালীন খরচের জন্য টাকা জমাতে চান সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য একটি এডুকেশন লোন নেওয়া অ্যাকাডেমিক মাইলস্টোন ছোঁবার জন্য সেরা উপায়। শিক্ষার খরচ মেটাতে পার্সোনাল লোন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি উচ্চশিক্ষার জন্য বা মাধ্যমিক পর্যায়ের উর্ধে বিদ্যার্থীদের শিক্ষার খরচ মেটানোর জন্য যথাযথ। এডুকেশন লোন নিয়ে টিউশন ফি, বই, লাইব্রেরী ও হোস্টেলের খরচ মেটানো যায়। যাইহোক, অনলাইন এডুকেশন লোন অন্যান্য ধরণের লোন থেকে আলাদা, কেননা এখানে সুদের হার তুলনামূলক ভাবে কম, এবং বিদ্যার্থীর পাঠ্যক্রম চালু না হওয়াকালীন পরিশোধের সময়সীমা সাময়িক ভাবে স্থগিত করা যেতে পারে। ভারতের বহু আর্থিক প্রতিষ্ঠান বিদ্যার্থীদের ভবিষ্যত সুরক্ষিত করার জন্য সর্বাধিক সুবিধা দেওয়ার লক্ষ্যে এডুকেশন লোন দেয়। এডুকেশন লোন সর্বাধিক কত হবে তা পাঠ্যক্রম অনুযায়ী ভিন্ন হয়।