ডেট কনসোলিডেশন লোন
ঋণ পরিশোধের জন্য আর্থিক দায়ের বোঝার জন্য জীবনে চাপ বেড়ে যায়। দীর্ঘদিনের বকেয়া থাকা ক্রেডিট কার্ড বিল, কোন আত্মীয়ের কাছ থেকে নেওয়া ধার বা বাকি থাকা ভাড়া, এর কোনটাই পরিশোধ না করে ফেলে রাখা উচিত নয়। বিশাল পরিমান বকেয়া বাকি থাকলে তা CIBIL স্কোরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। তাই আমাদের পরামর্শ হ’ল অন্যান্য ধার বাকি বা ক্রেডিট কার্ডের বকেয়া বিল পরিশোধযোগ্য ইএমআই-এর মাধ্যমে সহজে মিটিয়ে ফেলুন। এসব জমিয়ে রেখে সুদের উপর সুদ জমা হতে দেবেন না।
যদি ধার-দেনা পরিশোধ করার জন্য টাকার অভাব হয়, তাহলে তার একটি সহজ সমাধান হল একটি ডেট কনসোলিডেশন লোন নিয়ে নেওয়া। এখানে অনেকগুলো ঋণ এক সাথে পরিশোধ করার জন্য একটাই পেমেন্ট করতে হবে। এর ফলে আপনি নিজের যাবতীয় আর্থিক সমস্যাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে একই সাথে সব ক’টিকে পরিশোধ করতে পারবেন। যাদের লোন নেবার ও তা পরিশোধ করার সামর্থ্য আছে, পার্সোনাল লোন সম্পর্কিত অনলাইন মার্কেটের দরজা তাদের সবার জন্য খোলা। ডেট কনসোলিডেশনের জন্য যে পার্সোনাল লোন, তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ঋণকে একত্রিত করে একটি মাত্র পার্সোনাল লোনে পরিনত করে বিরাট আর্থিক সহায়তা দিতে পারে।
হিরোফিনকর্প ভারতের একটি সিকিওরড পার্সোনাল লোন অ্যাপ, যাকে ব্যবহার করা সহজ এবং ডেট কনসোলিডেশনের জন্য একে সুপারিশ করা হচ্ছে। যে সব মানুষের জরুরী ভিত্তিতে টাকার সংস্থান দরকার তারা এখানে রেজিস্ট্রেশন করে কোন কাগজপত্র আকারের প্রমাণপত্রাদি বা কোল্যাটারাল ছাড়াই দ্রুত একটি পার্সোনাল লোন পাবার জন্য আবেদন করতে পারেন।
পার্সোনাল লোনের জন্য আবেদন করা