Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

স্ব-নিয়োজিতদের জন্য লোন

স্ব-নিয়োজিতরা প্রধানতঃ পার্সোনাল লোন ব্যবসার সম্প্রসারণ, ঋণ পরিশোধ বা ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজনে নিয়ে থাকেন। স্ব-নিয়োজিতদের জন্য স্টার্ট-আপ বা বহু বছর ধরে কাজ করা প্রতিষ্ঠিত কোম্পানি নির্বিশেষে ইনস্ট্যান্ট লোন দেওয়া হয়। আর্থিক যাত্রাপথে উত্থান পতন নির্বিশেষে সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোন সেইসব আর্থিক পরিষেবার একটি যার সাহায্যে নগদের সরবরাহ পাওয়া ও ব্যবসা সম্প্রসারণ করা যায়। ওয়ার্কিং ক্যাপিটাল লোন হ’ল এক ধরণের সেলফ এমপ্লয়েড লোন যা কোন ব্যবসার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়ায় সহায়তা করতে কার্যকর বলে প্রমানিত।

পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড নানা উদ্দেশ্য পূরণ করতে পারে যার মধ্যে আছে ছুটি কাটাতে যাওয়া, বিয়ে ইত্যাদি। তা ছাড়াও আপৎকালীন ভিত্তিতে প্রয়োজনীয় কিছু খরচকেও পার্সোনাল লোনের অধীনে গণ্য করা হয় যেমন চিকিৎসার খরচ, ব্যবসার নিয়মিত খরচ বা অপ্রত্যাশিত ভাবে কোন কিছু মেরামত করার খরচ। ব্যবসার মালিকের আর্থিক ইতিহাস ও ব্যবসার স্থিতিশীলতার ভিত্তিতে সুদের হার ও লোন অনুমোদন সুনিশ্চিত করা হয়। সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোন থেকে ১৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা লোন পাওয়া যায় যা কোন ব্যবসায়ী শ্রেণীর মানুষের রোজকার খরচ নির্বাহ করার জন্য আদর্শ।

দেউলিয়া না হয়ে কিংবা ব্যবসায় আর্থিক ক্ষতি সহ্য না করে একটি সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোনের জন্য আবেদন করা অনেক সহজ। এই অনুমোদন পেতে কোন কোল্যাটারাল লাগে না, তাছাড়া ন্যূনতম প্রমাণপত্রাদি লাগে বলে প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন হতে পারে। একটি সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোনের জন্য আবেদন করার সেরা উপায় হ’লো হিরোফিনকর্পের হিরোফিনকর্প অ্যাপের মতো কোন একটি বিশ্বাসযোগ্য ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে নেওয়া।

পার্সোনাল লোনের জন্য আবেদন করা
Loan For Self Employed

পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড-এর বৈশিষ্ট্য ও সুবিধা

যাঁরা সেলফ এমপ্লয়েড, তাঁরা সচরাচর টেক-স্যাভি হন, আর বেশিরভাগ সময়েই নিজেদের স্মার্ট ডিভাইস থেকেই কাজকর্ম করেন। তাই বিজনেস সামলানোর সময় যদি কখনো টাকাপয়সার দরকার হয়ে পড়ে তাহলে আমাদের পরামর্শ মেনে নিজের স্মার্ট ফোনে একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে নিন আর ২৪ ঘন্টার মধ্যে লোনের অনুমোদন পেয়ে গিয়ে সেই টাকার সদ্ব্যবহার করুন। ব্যবহারকারীদের সুবিধার জন্য রয়েছে স্ব-নিয়োজিতদের জন্য সহজে পার্সোনাল লোনের প্রক্রিয়াকরণ। ডকুমেন্ট ভেরিফিকেশনও পেপারলেস পদ্ধতিতে করা হয়ে থাকে। ঋণগ্রহীতাদের শুধুমাত্র নিজেদের কেওয়াইসি বিবরণ ও আয়ের প্রমানপত্র যাচাই করানোর জন্য দখিল করতে হবে।

Digital Personal Loan Application

ডিজিট্যাল লোন অ্যাপ্লিকেশন

এখন সশরীরে লোনের আবেদন করার জায়গা নিয়েছে ইনস্ট্যান্ট লোন অ্যাপ। ঋণগ্রহীতারা যে সব প্রমাণপত্রাদি দাখিল করা বাধ্যতামূলক, সেগুলির সফট কপি আপলোড করতে পারেন অথবা কেওয়াইসি ডকুমেন্ট অনুযায়ী বিবরণ এন্টার করতে পারেন। এর ফলে সশরীরে কোন শাখায় গিয়ে লোনের আবেদন জমা দেবার ঝামেলা পোহাতে হয় না।

Personal Loan Instant Verification

দ্রুত যাচাইকরণ

কেওয়াইসি ভেরিফিকেশন বেশিরভাগ রিয়েল টাইম ভিত্তিক হয় বলে ঋণ মঞ্জুর ও টাকা দেবার প্রক্রিয়া দ্রুততর হয়, যা সাধারণতঃ ৪৮ ঘন্টার মধ্যে মিটে যায়।

Instant Cash Loan

স্মল ক্যাশ লোনস

স্ব-নিয়োজিত মানুষদের ব্যবসায় ছোট বা বড় আর্থিক প্রয়োজন হতেই পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপ-এর মাধ্যমে ১৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা সহজেই অনুমোদন পেতে পারেন, এমনকি ঋণগ্রহীতার ব্যবসা নতুন হলেও।

Security

সিকিউরিটি

কোম্পানির বিবরণ, বাধ্যতামূলক ভাবে দাখিলযোগ্য প্রমাণপত্রাদি এবং আয়ের প্রমাণপত্রাদি ঋণগ্রহীতার নিরাপত্তা রক্ষার কথা ভেবে খুব গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়।

Auto EMI Debt

স্বয়ংক্রিয় পরিশোধ ব্যবস্থা

সাফল্যের সাথে ব্যবসা চালাবার জন্য স্ব-নিয়োজিতদের বহুবিধ কাজের চাপ থাকে। এইসবের মধ্যে ইএমআই দেবার কথা ভুলে গেলে তার জন্য ক্রেডিট স্কোর খুব কমে যায়। তাই বুদ্ধিমানের কাজ হ’ল ইএমআই দেবার জন্য অটো ডেবিট বেছে পদ্ধতি নেওয়া। এভাবে সেট করে রাখলে প্রতি মাসে নিজে থেকেই ইএমআই-এর পরিমান বকেয়া হবার তারিখে ডেবিট হয়ে যাবে। এতে পেমেন্ট বাদ পড়া বা দেরি হবার সম্ভাবনা থাকবে না ও তার ফলে ভালো ক্রেডিট স্কোর বজায় রাখা যাবে।

পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড নিতে কিভাবে আবেদন করতে হবে?

কোন ব্যবসা শুরু করা কিংবা বর্তমান ব্যবসাকেই আপগ্রেড করতে হলে চাই আর্থিক সহায়তা। পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড পাওয়া সহজ এবং নিচের ধাপগুলি অনুসরণ করে সহজেই আবেদন করা যেতে পারে

Self Employed Personal Loans
  • গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যানড্রয়েড ফোনে একটি পার্সোনাল লোন অ্যাপ ইনস্টল করুন।

  • আপনার ইমেল আইডি অথবা মোবাইল নম্বর ব্যবহার করে নিজেক রেজিস্টার করুন।

  • লোনের আবেদনপত্র পূরণ করুন, বাধ্যতামূলক জায়গাগুলি খেয়াল রাখবেন।

  • লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে একটি উপযুক্ত ইএমআই স্থির করে নিন। পরিবর্তনশীল মানগুলিকে নমণীয়তার সাথে অদল-বদল করে দেখার জন্য স্লাইডার ব্যবহার করুন।

  • লোন পাবার পূর্বশর্ত অনুযায়ী প্রয়োজনীয় যা কিছু আপলোড করুন - আধার কার্ড, আধারের সাথে সংযোগ হওয়া মোবাইল নম্বর (ওটিপি-র জন্য), প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

  • যাচাই প্রক্রিয়া মিটে গেলেই পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে লোনের অনুমোদন হবার পর টাকা অ্যাকাউন্টে চলে যাবে।

স্ব-নিয়োজিতদের জন্য যোগ্যতামান ও প্রমাণপত্রাদি

কোন সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোনের সুবিধা ন্যূনতম কাগজপত্র যাচাই করে একজন ঋণগ্রহীতাকে দেওয়া হয়। ঋণদাতা অনুযায়ী সেলফ এমপ্লয়েড লোনের যোগ্যতামান বদলাতে পারে, যেগুলি সবার পক্ষেই এক থাকে সেগুলি নিম্নরূপ:

  • 1

    আপনাকে কেওয়াইসি ডকুমেন্ট দাখিল করতে হবে যাতে আপনার পরিচয় ও বাড়ির ঠিকানা থাকবে (আধার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)।

  • 2

    আর্থিক প্রমাণপত্র হিসাবে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ঋণদাতার অনুরোধ অনুযায়ী সাম্প্রতিক ব্যাঙ্কের লেনদেন, ব্যক্তিগত প্রোফাইল, ফটোকপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া যেতে পারে।

  • 3

    অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।

  • 4

    ক্রেডিট স্কোর ভালো হতে হবে।

ব্লগসমূহ
সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!