boticon

পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড-এর বৈশিষ্ট্য ও সুবিধা


যাঁরা সেলফ এমপ্লয়েড, তাঁরা সচরাচর টেক-স্যাভি হন, আর বেশিরভাগ সময়েই নিজেদের স্মার্ট ডিভাইস থেকেই কাজকর্ম করেন। তাই বিজনেস সামলানোর সময় যদি কখনো টাকাপয়সার দরকার হয়ে পড়ে তাহলে আমাদের পরামর্শ মেনে নিজের স্মার্ট ফোনে একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে নিন আর ২৪ ঘন্টার মধ্যে লোনের অনুমোদন পেয়ে গিয়ে সেই টাকার সদ্ব্যবহার করুন। ব্যবহারকারীদের সুবিধার জন্য রয়েছে স্ব-নিয়োজিতদের জন্য সহজে পার্সোনাল লোনের প্রক্রিয়াকরণ। ডকুমেন্ট ভেরিফিকেশনও পেপারলেস পদ্ধতিতে করা হয়ে থাকে। ঋণগ্রহীতাদের শুধুমাত্র নিজেদের কেওয়াইসি বিবরণ ও আয়ের প্রমানপত্র যাচাই করানোর জন্য দখিল করতে হবে।

t1.svg
ডিজিট্যাল লোন অ্যাপ্লিকেশন

এখন সশরীরে লোনের আবেদন করার জায়গা নিয়েছে ইনস্ট্যান্ট লোন অ্যাপ। ঋণগ্রহীতারা যে সব প্রমাণপত্রাদি দাখিল করা বাধ্যতামূলক, সেগুলির সফট কপি আপলোড করতে পারেন অথবা কেওয়াইসি ডকুমেন্ট অনুযায়ী বিবরণ এন্টার করতে পারেন। এর ফলে সশরীরে কোন শাখায় গিয়ে লোনের আবেদন জমা দেবার ঝামেলা পোহাতে হয় না।

t2.svg
দ্রুত যাচাইকরণ

কেওয়াইসি ভেরিফিকেশন বেশিরভাগ রিয়েল টাইম ভিত্তিক হয় বলে ঋণ মঞ্জুর ও টাকা দেবার প্রক্রিয়া দ্রুততর হয়, যা সাধারণতঃ ৪৮ ঘন্টার মধ্যে মিটে যায়।

t6.svg
স্মল ক্যাশ লোনস

স্ব-নিয়োজিত মানুষদের ব্যবসায় ছোট বা বড় আর্থিক প্রয়োজন হতেই পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপ-এর মাধ্যমে ১৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা সহজেই অনুমোদন পেতে পারেন, এমনকি ঋণগ্রহীতার ব্যবসা নতুন হলেও।

t4.svg
সিকিউরিটি

কোম্পানির বিবরণ, বাধ্যতামূলক ভাবে দাখিলযোগ্য প্রমাণপত্রাদি এবং আয়ের প্রমাণপত্রাদি ঋণগ্রহীতার নিরাপত্তা রক্ষার কথা ভেবে খুব গোপনীয়তার সাথে সংরক্ষণ করা হয়।

05-Collateral.svg
স্বয়ংক্রিয় পরিশোধ ব্যবস্থা

সাফল্যের সাথে ব্যবসা চালাবার জন্য স্ব-নিয়োজিতদের বহুবিধ কাজের চাপ থাকে। এইসবের মধ্যে ইএমআই দেবার কথা ভুলে গেলে তার জন্য ক্রেডিট স্কোর খুব কমে যায়। তাই বুদ্ধিমানের কাজ হ’ল ইএমআই দেবার জন্য অটো ডেবিট বেছে পদ্ধতি নেওয়া। এভাবে সেট করে রাখলে প্রতি মাসে নিজে থেকেই ইএমআই-এর পরিমান বকেয়া হবার তারিখে ডেবিট হয়ে যাবে। এতে পেমেন্ট বাদ পড়া বা দেরি হবার সম্ভাবনা থাকবে না ও তার ফলে ভালো ক্রেডিট স্কোর বজায় রাখা যাবে।

পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড নিতে কিভাবে আবেদন করতে হবে?

কোন ব্যবসা শুরু করা কিংবা বর্তমান ব্যবসাকেই আপগ্রেড করতে হলে চাই আর্থিক সহায়তা। পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড পাওয়া সহজ এবং নিচের ধাপগুলি অনুসরণ করে সহজেই আবেদন করা যেতে পারে

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 01

    গুগল প্লে স্টোর থেকে আপনার অ্যানড্রয়েড ফোনে একটি পার্সোনাল লোন অ্যাপ ইনস্টল করুন।

  • 02

    আপনার ইমেল আইডি অথবা মোবাইল নম্বর ব্যবহার করে নিজেক রেজিস্টার করুন।

  • 03

    লোনের আবেদনপত্র পূরণ করুন, বাধ্যতামূলক জায়গাগুলি খেয়াল রাখবেন।

  • 04

    লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে একটি উপযুক্ত ইএমআই স্থির করে নিন। পরিবর্তনশীল মানগুলিকে নমণীয়তার সাথে অদল-বদল করে দেখার জন্য স্লাইডার ব্যবহার করুন।

  • 05

    লোন পাবার পূর্বশর্ত অনুযায়ী প্রয়োজনীয় যা কিছু আপলোড করুন - আধার কার্ড, আধারের সাথে সংযোগ হওয়া মোবাইল নম্বর (ওটিপি-র জন্য), প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

  • 06

    যাচাই প্রক্রিয়া মিটে গেলেই পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে লোনের অনুমোদন হবার পর টাকা অ্যাকাউন্টে চলে যাবে।

স্ব-নিয়োজিতদের জন্য যোগ্যতামান ও প্রমাণপত্রাদি

কোন সেলফ এমপ্লয়েড পার্সোনাল লোনের সুবিধা ন্যূনতম কাগজপত্র যাচাই করে একজন ঋণগ্রহীতাকে দেওয়া হয়। ঋণদাতা অনুযায়ী সেলফ এমপ্লয়েড লোনের যোগ্যতামান বদলাতে পারে, যেগুলি সবার পক্ষেই এক থাকে সেগুলি নিম্নরূপ:
1

আপনাকে কেওয়াইসি ডকুমেন্ট দাখিল করতে হবে যাতে আপনার পরিচয় ও বাড়ির ঠিকানা থাকবে (আধার কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)।

2

আর্থিক প্রমাণপত্র হিসাবে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ঋণদাতার অনুরোধ অনুযায়ী সাম্প্রতিক ব্যাঙ্কের লেনদেন, ব্যক্তিগত প্রোফাইল, ফটোকপি বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেওয়া যেতে পারে।

3

অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।

4

ক্রেডিট স্কোর ভালো হতে হবে।

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

হ্যাঁ, একজন স্ব-নিয়োজিত ব্যক্তির উপার্জন কমপক্ষে মাসিক ১৫,০০০ টাকা হলেই তাকে অনলাইনে পার্সোনাল লোন পাবার উপযুক্ত গণ্য করা হবে।
হ্যাঁ, আপনি স্ব-নিয়োজিত হলেও সহজেই পার্সোনাল লোন পেতে পারবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে আপনার প্রতিমাসের উপার্জন যাচাই করে নিয়ে আপনাকে একটি পার্সোনাল লোন ফর সেলফ এমপ্লয়েড দেওয়া হতে পারে।
অনলাইনে কোন স্ব-নিয়োজিত ব্যক্তির পার্সোনাল লোন দরকার হলে তাকে শুধুমাত্র একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ ডাউনলোড করে নিতে হবে যা থেকে দ্রুত ২৪ ঘন্টার মধ্যে অনুমোদন পাওয়া যাবে।
ঋণদাতা ভেদে স্ব-নিয়োজিত ব্যক্তির লোনের পরিমান আলাদা হতে পারে। ভারতে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ কোন স্ব-নিয়োজিত ব্যক্তিকে গ্যারান্টি সহকারে ৫০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
স্ব-নিয়োজিত ব্যক্তিদের জন্য পার্সোনাল লোন দ্রুত প্রসেস করা হয়ে যায় কারণ ইনস্ট্যান্ট লোন অ্যাপসে আজকাল পেপারলেস ডকুমেন্ট নেওয়া হয়। আবেদন পত্র যাচাই করার ধরণ ও দাখিল করা প্রমাণপত্রাদির উপর এটি নির্ভর করে। অনুমোদন হয়ে গেলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে লোনের টাকা অ্যাকাউন্টে চলে যাবে।
যে সব বিষয়ের ভিত্তিতে স্ব-নিয়োজিতদের জন্য লোন অনুমোদন করা হয়, সেগুলি হল বয়স, মাসিক আয়, কাজের অভিজ্ঞতা, এবং বর্তমানে ব্যবসার স্থিতাবস্থা। ২১ বছর থেকে ৫৮ বছর বয়সী কোন ব্যক্তির যদি ১৫,০০০ টাকা মাসিক উপার্জন হয় তাহলেই তিনি একটি সেলফ এমপ্লয়েড লোনের জন্য আবেদন করতে পারবেন।
পার্সোনাল লোন পাবার যোগ্যতামান বয়স, মাসিক উপার্জন, কাজের অভিজ্ঞতা ও বর্তমান ব্যবসার স্থিতাবস্থার উপর নির্ভর করে। ২১ বছর থেকে ৫৮ বছর বয়সী কোন ব্যক্তির মাসিক আয় ১৫,০০০ টাকা হলেই তিনি পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।
পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, ব্যবসা ও আয়ের প্রমাণপত্র দরকার। আপনার আধার কার্ড, প্যান কার্ড, আইটি রিটার্ণ পেপারস এবং বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট তৈরি রাখুন।
স্ব-নিয়োজিতদের জন্য একটি পার্সোনাল লোন পাবার জন্য কতটা সময় লাগবে?