শর্ট-টার্ম লোন
জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তার দরকার মেটাবার জন্য শর্ট-টার্ম বা স্বল্পমেয়াদি লোনই হ’ল একদম সঠিক সমাধান। নতুন কোন স্মার্ট গ্যাজেট কেনাই হোক বা ধার শোধ করার জন্যই হোক না কেন, একটি স্বল্প-মেয়াদি লোন নিয়ে নড়বড়ে আর্থিক অবস্থাকে সামাল দেওয়া যায়। অন্যান্য লোনের তুলনায় স্বল্প-মেয়াদি লোন পরিশোধের মেয়াদ কম হয় যা সাধারনতঃ এক বছর হয়ে থাকে। হঠাৎ নগদ টাকার দরকার বা টাকা কম পড়ে যাবার কারণেই সাধারনতঃ ঋণগ্রহীতারা শর্ট-টার্ম লোন নিতে চান।
যেহেতু খুব অল্প সময়ের জন্য লোন নেওয়া হচ্ছে তাই ইএমআই খরচ সাধ্যের মধ্যে থাকে আর পরিশোধ করা সহজ হয়। এর জন্য শর্ট-টার্ম লোন কোন লং-টার্ম লোনের তুলনায় বেশি কার্যকর হয়। আপনি বহুবিধ আর্থিক সংস্থার ক্রেডিট ওয়েবসাইট, ইনস্ট্যান্ট লোন অ্যাপস, কাস্টমার কেয়ার অ্যাসিসট্যান্স-এর মাধ্যমে বা সশরীরে তাদের শাখায় গিয়ে আবেদন করতে পারেন।
পার্সোনাল লোনের জন্য আবেদন করা