Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

শর্ট-টার্ম লোন

জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তার দরকার মেটাবার জন্য শর্ট-টার্ম বা স্বল্পমেয়াদি লোনই হ’ল একদম সঠিক সমাধান। নতুন কোন স্মার্ট গ্যাজেট কেনাই হোক বা ধার শোধ করার জন্যই হোক না কেন, একটি স্বল্প-মেয়াদি লোন নিয়ে নড়বড়ে আর্থিক অবস্থাকে সামাল দেওয়া যায়। অন্যান্য লোনের তুলনায় স্বল্প-মেয়াদি লোন পরিশোধের মেয়াদ কম হয় যা সাধারনতঃ এক বছর হয়ে থাকে। হঠাৎ নগদ টাকার দরকার বা টাকা কম পড়ে যাবার কারণেই সাধারনতঃ ঋণগ্রহীতারা শর্ট-টার্ম লোন নিতে চান।

যেহেতু খুব অল্প সময়ের জন্য লোন নেওয়া হচ্ছে তাই ইএমআই খরচ সাধ্যের মধ্যে থাকে আর পরিশোধ করা সহজ হয়। এর জন্য শর্ট-টার্ম লোন কোন লং-টার্ম লোনের তুলনায় বেশি কার্যকর হয়। আপনি বহুবিধ আর্থিক সংস্থার ক্রেডিট ওয়েবসাইট, ইনস্ট্যান্ট লোন অ্যাপস, কাস্টমার কেয়ার অ্যাসিসট্যান্স-এর মাধ্যমে বা সশরীরে তাদের শাখায় গিয়ে আবেদন করতে পারেন।

পার্সোনাল লোনের জন্য আবেদন করা
Short Term Loan
Short Term Loan Online

শর্ট-টার্ম লোন

শর্ট-টার্ম লোনের জন্য হিরোফিনকর্প কেন?

হিরোফিনকর্পের শক্তিতে বলীয়ান হিরোফিনকর্প একটি একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ । এটি মূলতঃ ১৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট শর্ট-টার্ম লোন দেয়। এই টাকাটা অনুমোদন হয়ে যাবার কয়েক মিনিটের মধ্যে পাওয়া যায়। তাৎক্ষনিক শর্ট-টার্ম ফিনান্স পাবার পদ্ধতিতে পেপারলেস ডকুমেন্টেশন এবং রিয়েল টাইম ভেরিফিকেশন হয়। একবার যাচাই প্রক্রিয়া হবার পর অনুমোদন হয়ে গেলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়।

হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ একটি সম্পূর্ণ ডিজিট্যাল ইনস্ট্যান্ট লোন প্ল্যাটফর্ম। আপনি নিজের লোন অ্যাকাউন্টের ব্যবস্থাপনা অনলাইনে করে নিতে পারেন এবং জরুরী কিছু তথ্য, যেমন সুদের হার, ইএমআই, এবং পরিশোধের সময়সীমা যে কোন জায়গা থেকে দেখে নিতে পারেন যা আপনার একদম আঙুলের ডগায়। তাহলে, হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে একটি ঝুঁকি বিহীন শর্ট-টার্ম লোন নিন এবং নিজের সুবিধামতো ৬ থেকে ১২ মাসের নমণীয় সময়সীমার মধ্যে পরিশোধ করুন।

হিরোফিনকর্প অ্যাপের সাথেই একটি ইন-বিল্ট ইএমআই ক্যালকুলেটর আছে যেখান থেকে লোনের পরিমান, সুদ ও মেয়াদের ভিত্তিতে শর্ট-টার্ম লোনের ইএমআই বেছে নিতে পারবেন।

হিরোফিনকর্প ইনস্ট্যান্ট পার্সোনাল লোন একটি অনলাইন শর্ট-টার্ম লোন যাকে ভাবী ঋণগ্রহীতারা নিজেদের জরুরী প্রয়োজন মেটাবার জন্য ব্যবহার করতে পারেন। এটা একটা কোন করণে নয়, নানাধরণের জরুরী আর্থিক প্রয়োজন এটা দিয়ে মেটানো যাবে। বাড়িভাড়া হোক, পরিকল্পনাহীন কোন ভ্রমণ, পড়াশোনার খরচ, মেরামতির খরচ ইত্যাদি যা কিছু হতে পারে। বানিজ্যিক ক্ষেত্রেও শর্ট টার্ম লোন খুবই মুল্যবান হতে পারে বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসা বা স্টার্ট-আপের ক্ষেত্রে।

শর্ট-টার্ম লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

আর্থিক সংকটের মোকাবিলা করার জন্য একটি শর্ট-টার্ম লোন নিয়ে নেওয়া হল সব থেকে সহজতম উপায়। ঋণগ্রহীটাদের ঝুঁকি কম থাকে কেননা, ঋণের পরিমান খুব বেশি বড় নয় এবং তা ধীরে ধীরে ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপ এসে অনলাইনে সহজে নিজের স্বাচ্ছন্দ্য অনুসারে শর্ট-টার্ম লোন নেবার ব্যাপারটাকে সহজ করে দিয়েছে। বাড়ি, অফিস বা যে কোন জায়গায় আপনি শুধুমাত্র পার্সোনাল লোন অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে অনলাইনে শর্ট-টার্ম লোনের আবেদন করতে পারেন। হিরোফিনকর্প অ্যাপের মতো ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে শর্ট-টার্ম লোন নেবার উপকারিতা ও বৈশিষ্ট্য সমূহ দেখে নিন।

Short Term Loan Tenure

লোনের মেয়াদ কম

কোন শর্ট-টার্ম লোন সাধারনতঃ ২ বছর পর্যন্ত পরিশোধের মেয়াদে নেওয়া হয় এবং বহু বছর ধরে ঋণ পরিশোধের বোঝা বয়ে বেড়াতে হয় না।

Short Term Loan Amount

লোনের পরিমান

শর্ট-টার্ম লোনের পরিমান ১৫,০০০ টাকা থেকে ১.৫ লাখ পর্যন্ত হতে পারে যা ঋণদাতার উপর নির্ভরশীল।

Instant Loan Approval

লোনের অনুমোদন

শর্ট-টার্ম লোনের জন্য সময় কম লাগে আর কাগজপত্রের ঝামেলাও খুবই নগণ্য, যেখানে বেশি পরিমান টাকার লোনের সময় ঋণগ্রহীতার পরিশোধ যোগ্যতা আর সম্পত্তি সম্পর্কে যাচাই করার জন্য আরো বেশি কড়াকড়ি থাকে।

Open for all Borrowers

সব ঋণগ্রহীতাদের জন্য খোলা

এমন কি যাদের কম ক্রেডিট স্কোর রয়েছে তারাও শর্ট-টার্ম লোন পেতে পারবে।

Collateral Free

কোল্যাটারাল নেই

এটি আনসিকিওরড লোনের শ্রেণীভূক্ত হওয়ায় এই লোন নেবার জন্য কোন জমানত বা কোন কিছু গচ্ছিত রাখার দরকার নেই।

Short Term Loan Documents

পেপারলেস ডকুমেন্টেশন

অনলাইনে শর্ট-টাইম লোন এসে যাওয়ায় এখন আর কাগজের আকারে প্রমাণপত্রাদি দাখিল করার ব্যাপার নেই। ইনস্ট্যান্ট লোন অ্যাপের দৌলতে কেঅয়াইসি বিবরণ ও আয়ের প্রমাণপত্রাদি এখন অনলাইনে যাচাই করা হয়।

Transparency

স্বচ্ছতা

ইনস্ট্যান্ট শর্ট-টার্ম লোন নিতে গেলে কোন লুকানো খরচ অথবা চড়া মাপের প্রক্রিয়াকরণের কোন বাধ্যতা নেই। লোন প্রক্রিয়াকরণ পদ্ধতিতে স্বচ্ছতা আসায় ঋণদাতার বিশ্বাসযোগ্যতা বাড়ে যার ফলে ভবিষ্যতে লোন নেবার বিবেচনা করার সময় তার প্রভাব পড়ে।

EMI Calculator

ইএমআই গণনা করুন

ইনস্ট্যান্ট লোন অ্যাপ থাকায় ঋণগ্রহীতারা ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আগে থেকেই ইএমআই কত হবে জেনে যান। এর ফলে শর্ট-টার্ম লোনের ব্যবস্থাপনা সহজ ও স্বচ্ছ হয়।

শর্ট-টার্ম লোনের যোগ্যতা ও প্রয়োজনীয় প্রমাণপত্রাদি

অন লাইনে শর্ট-টার্ম লোন নেবার প্রধান সুবিধা হলো এর যোগ্যতামান খুবই সিধাসাধা এবং নামমাত্র কাগজপত্র দরকার হয়। আনুষ্ঠানিক রীতিনীতি কম হওয়ায় শর্ট-টার্ম লোন অনলাইনে সহজে পাওয়া যায়। শর্ট-টার্ম লোনের তাৎক্ষনিক অনুমোদনের জন্য যোগ্যতামান ও বাধ্যতামূলক প্রমাণপত্রাদি সম্পর্কে জেনে রাখুন:

  • লোনের পরিমান ৫০,০০০ বা ১,৫০,০০০ যাই হোক না কেন শর্ট-টার্ম লোনের আবেদন করার আগে ভাবী ঋণগ্রহীতার উচিত নিজের যোগ্যতামান যাচাই করে নেওয়া। তাহলে যে কোন প্রতারণার ঘটনা থেকে সুনিশ্চিত সুরক্ষা পাওয়া যাবে:
  • 1

    বেতনভোগীদের জন্য ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে।

  • 2

    স্ব-নিয়োজিতদের জন্য ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে আর তার সাথে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক।

  • 3

    আয়ের প্রমানপত্র: স্যালারি অ্যাকাউন্ট বা ব্যক্তিগত অ্যাকাউন্টের ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

  • 4

    প্রথম যে প্রমাণপত্রটি লাগবে, সেটি আধার কার্ড।

  • অনলাইনে প্রমাণপত্রাদি যাচাই হবার ফলে সশরীরে লোনের আবেদন দাখিল করার ঝমেলা পোহাতে হয় না। ১.৫ লাখ টাকা পর্যন্ত শর্ট-টার্ম লোন নেবার জন্য যে সব বাধ্যতামূলক প্রমাণপত্রাদি অথবা বিবরণ দরকার হয় তা হ’ল:
  • 5

    আধার কার্ড না থাকলে আপনি প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন।

  • 6

    অন্যান্য জরুরী কাগজপত্রের মধ্যে রয়েছে আপনার পেশাগত ও আর্থিক বিবরণ সহ বিগত ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

  • 7

    আর্থিক প্রতিষ্ঠানের প্রস্তাবিত ব্যংকগুলির যে কোন একটিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।

  • 8

    বয়সের যোগ্যতা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।

শর্ট-টার্ম লোনের জন্য কিভাবে আবেদন করতে হবে?

হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপে শর্ট-টার্ম ইনস্ট্যান্ট লোন সম্পর্কিত অনেক বৈশিষ্ট্য রয়েছে। লোনের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ, নিচের ধাপগুলি অনুসরণ করুন:

Instant Short Term Loan
  • গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ইনস্টল করুন

  • মৌলিক বিবরণ দিয়ে রেজিস্টার করুন - মোবাইল নম্বর ও ইমেল-এর ঠিকানা

  • ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার পছন্দমতো নিজের লোনের ইএমআই ঠিক করুন

  • নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়া হবে, আপনার কোন তথ্য কখনোই সংরক্ষণ করা হবে না

  • কয়েক মিনিটে ইনস্ট্যান্ট লোনের অনুমোদন পেয়ে যাবেন আর আপনার অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে

ব্লগসমূহ
সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!