সুদের হার নিজের ইচ্ছামতো নির্দিষ্ট করুন/কাস্টমাইজড করুন
লোনের আসলের পরিমানের উপর সর্বদাই একটি সুদ চাপানো হয়। চিকিৎসকদের মেডিক্যাল প্রোফাইল ও তাঁদের ইনকাম স্ল্যাব বিবেচনা করে লোনের উপর প্রদেয় সুদের হার নির্ধারণ করা হয়। তার ফলে চিকিৎসকদের লোনের পরিমানের উপর সুনিশ্চিত ভাবে যথাযথ সুদের হার প্রযোজ্য হয়, যাতে পরিশোধ প্রক্রিয়া বোঝা হয়ে না দাঁড়ায়।