Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

মোবাইল লোন

ইন্টারনেট সংযোগ সাশ্রয়কারী হয়ে যাবার জন্য সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ যেমন সহজ হয়ে গেছে তেমনি নিত্য ব্যবহার্য সামগ্রী হিসাবে মোবাইল ফোন এখন অপরিহার্য হয়ে উঠেছে। স্মার্টফোন এসে যাওয়ায় অনলাইন শপিং, ব্যাঙ্কিং, ই-লার্নিং ইত্যাদি সবই এখন সহজ হয়ে গেছে। আজকাল, অনলাইনে ইএমআই দিয়ে সহজে পরিশোধযোগ্য কনজিউমার ডিউরেবল লোন বা লোন ফর মোবাইল মাধ্যমে মোবাইল ফোন কেনা সহজ। অনলাইনে মোবাইল ফোন কিনতে এইসব ইনস্ট্যান্ট লোন নেবার জন্য কোন ডিপোজিট করতে হয় না, এমনকি সাথে ক্যাশ ব্যাক বেনিফিটও থাকে। বছরের পর বছর নানা রকম উচ্চমানের মোবাইল এসেই চলেছে। দামী একটা মোবাইল কিনতে হলে আপনার মাসিক আয়ের একটা বড় অংশই হয়তো খরচ হয়ে যেতে পারে। তাই বাজেট আর অত্যাধুনিক মোবাইল ফোনের মালিক হবার ইচ্ছার সমন্বয় করতে একটা মোবাইল লোন নেবার কথা ভাবা যেতে পারে। অনলাইনে মোবাইল লোন নেবার বিষয়টি পার্সোনাল লোন নেবারই মতো যাতে স্মার্টফোন কেনার সিদ্ধান্তের সহায়তা হয়।

জনপ্রিয় শপিং ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে অনলাইন মোবাইল লোন সহজে পাওয়া যায়। ক্রেতারা একটা ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অথবা কোন ক্রেডিট ওয়েবসাইটে গিয়ে একটি মোবাইল লোন নামক পার্সোনাল লোনের আর্থিক সহায়তা্র অনুরোধ করতে পারেন। আজকের প্রজন্মের যুব সমাজের বেশিরভাগই মোবাইল ফোনে মগ্ন থাকেন এবং মোবাইল নিয়ে অনেকটা সময় কাটান। বিদ্যার্থী ও গৃহবধূরা দুর্দান্ত একটা মোবাইল ফোন কেনার জন্য অনায়াসে একটি মোবাইল পার্সোনাল লোন নিতে পারেন।

ইন-স্টোর বা অনলাইন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে কনজিউমার লোন নিয়ে সহজেই একটি মোবাইল লোন নেওয়া যেতে পারে। একটা ভালো মোবাইল ফোন হাতে থাকলে মনের মধ্যে যে জোশ অনুভব হয় তাকে অবহেলা করা যায় না। এটি একটি প্রয়োজনীয় গ্যাজেট যা আপনাকে বিনোদন দেয় আর সারাদিন ধরে অনেক রকম সক্রিয়তায় আপনাকে নিয়োজিত রাখে। তাই, মোবাইল লোন নিয়ে একটি দামি মোবাইল কেনার জন্য বিনিয়োগ করার চিন্তা ভালোই, তাতে আপনার ট্রেন্ডি ফোন আর খরচের ভারসাম্য বজায় থাকবে।

পার্সোনাল লোনের জন্য আবেদন করুন
Mobile Loan

মোবাইল লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

মোবাইল লোন একটি আনসিকিওরড পার্সোনাল লোন যা ২৪ ঘন্টায় মঞ্জুর হয়। আপনি সহজেই অনলাইনে পার্সোনাল লোন অ্যাপের ম্যাধ্যমে একটি ইনস্ট্যান্ট লোন ফর মোবাইল নেবার আবেদন করতে পারেন। তাই, নিজের জন্মদিনে নিজেকে অথবা আপনার ভালোবাসার মানুষটিকে যদি একটা লেটেস্ট স্মার্টফোন মডেল উপহার দিতে যান, তাহলে কেনার খরচ সম্বন্ধে বেশি চাপ না নিয়ে অনলাইনে একটি মোবাইল লোন নেবার কথা ভাবুন। মোবাইল লোনের বৈশিষ্ট্যগুলি দেওয়া হল যা থেকে ঋণগ্রহীতারা উপকৃত হতে পারেন:

ন্যূনতম প্রমানপত্র দরকার হয়

মোবাইল লোনের আবেদন করার সময়, কাগজ আকারে কোন প্রমাণপত্র দেবার ব্যাপার নেই। প্রমাণপত্র অথবা প্রমাণপত্র সংক্রান্ত বিবরণ, যেমন আধার কার্ড নম্বর, অনলাইনে পেপারলেস ফর্ম্যাটে দাখিল করতে হবে।

তাৎক্ষণিক অনুমোদন

যে কোন জায়গায়, যে কোন সময়ে টাকাপয়সার চিন্তা না করে গ্যাজেট কেনার জন্য মোবাইল লোন নিতে গেলে অন দ্য স্পট অ্যাপ্রুভাল পাওয়া যায়। তাই এই লোনটি আলাদা ভাবে আকর্ষণীয়।

সহজ ইএমআই

যেহেতু কেনার সাথে সাথেই পুরো পেমেন্টটা করতে হচ্ছে না, তাই আপনি একটু বেশি দামের স্মার্ট ফোনে বিনিয়োগ করলেও সহজ ইএমআই দিয়ে তাকে পরিশোধ করে দিতে পারবেন।

আনসিকিওরড লোন

মোবাইল ফোন হ’ল আনসিকিওরড লোন এবং এর জন্য কোন সিকিউরিটি ডিপোজিট লাগে না বা কেনাকাটার সময় কোন ডাউনপেমেন্ট করতে হয় না।

যোগ্যতামান ও মোবাইল লোনের জন্য প্রমাণপত্রাদি

অনলাইনে যে সব লোন নেওয়া সব থেকে সহজ মোবাইল লোন তাদের মধ্যে একটি। বেশিরভাগ মোবাইল লোন কেনার সময়েই অন দ্য স্পট মঞ্জুর করা হয়। শুধুমাত্র মোবাইল লোনের জন্য দরকারি যোগ্যতামান ও বাধ্যতামূলক নথিপত্র থাকলেই হবে।

  • 1

    লোনের আবেদনপত্র পূর্ণ করা ও তাতে স্বাক্ষর করা দরকার। ইলেকট্রনিক সিগনেচার অনলাইনে দাখিল করা হয়।

  • 2

    কেওয়াইসি ডকুমেন্ট - আধার কার্ড/প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট।

  • 3

    আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে।

  • 4

    আপনাকে স্বনির্ভর অথবা স্বনিয়োজিত একজন স্বতন্ত্র ব্যক্তি/ব্যবসায়ী হতে হবে।

  • 5

    আপনার মাসিক আয় ঋণদাতার নির্ধারিত ন্যূনতম পরিমান অনুযায়ী হতে হবে।

  • 6

    আপনার বয়স ২১ বছর থেকে ৫৮ বছর বয়সের মধ্যে হতে হবে।

  • 7

    আপনার ক্রেডিট ইতিহাস ঋণদাতার নির্ধারিত মান অনুযায়ী হতে হবে।

মোবাইল লোনের জন্য কিভাবে আবেদন করবেন?

প্রয়োজনীয় যোগ্যতামান ও প্রমাণপত্রাদির ব্যাপারে পরিস্কার ধারনা থাকলেই একটি মোবাইল ফোনের জন্য আবেদন করে ফেলুন আর পুরো পেমেন্ট করার চাপ না নিয়েই লেটেস্ট স্মার্টফোনটি কিনে ফেলুন। আজকাল ইনস্ট্যান্ট পার্সোনাল লোন এসে সহজেই মোবাইল লোন পাবার সুবিধা হয়ে যাওয়ায় অনলাইনে মোবাইল ফোন কেনা এখন একটি সাধারণ ব্যাপার। নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইন পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে আপনি মোবাইল লোনের জন্য আবেদন করতে পারেন।

Instant Mobile Loan
  • আপনার মোবাইল লোন নম্বর আর এরিয়া পিন কোড এন্টার করুন

  • আপনার ব্যক্তিগত, বৃত্তিগত এবং আর্থিক বিবরণ দিন

  • আপনার আধার কার্ড নম্বর/প্যান এন্টার করুন

  • আপনার পেশা ও কোম্পানির ঠিকানা এন্টার করুন

  • আপনার মোবাইল লোনের পরিমান লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে নিজের মনের মতো করে নিন

হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত মোবাইল লোন দিতে আগ্রহী একটি উপযোগী প্ল্যাটফর্ম। ক্রেতারা হিরোফিনকর্পমোবাইল লোন ব্যবহার করে সহজেই দামি ব্র্যান্ড বা টপ মডেলের মোবাইল ফোন কেনার কথা ভাবতে পারেন।
ব্লগ সমূহ
সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!