মোবাইল লোন
ইন্টারনেট সংযোগ সাশ্রয়কারী হয়ে যাবার জন্য সারা পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ যেমন সহজ হয়ে গেছে তেমনি নিত্য ব্যবহার্য সামগ্রী হিসাবে মোবাইল ফোন এখন অপরিহার্য হয়ে উঠেছে। স্মার্টফোন এসে যাওয়ায় অনলাইন শপিং, ব্যাঙ্কিং, ই-লার্নিং ইত্যাদি সবই এখন সহজ হয়ে গেছে। আজকাল, অনলাইনে ইএমআই দিয়ে সহজে পরিশোধযোগ্য কনজিউমার ডিউরেবল লোন বা লোন ফর মোবাইল মাধ্যমে মোবাইল ফোন কেনা সহজ। অনলাইনে মোবাইল ফোন কিনতে এইসব ইনস্ট্যান্ট লোন নেবার জন্য কোন ডিপোজিট করতে হয় না, এমনকি সাথে ক্যাশ ব্যাক বেনিফিটও থাকে। বছরের পর বছর নানা রকম উচ্চমানের মোবাইল এসেই চলেছে। দামী একটা মোবাইল কিনতে হলে আপনার মাসিক আয়ের একটা বড় অংশই হয়তো খরচ হয়ে যেতে পারে। তাই বাজেট আর অত্যাধুনিক মোবাইল ফোনের মালিক হবার ইচ্ছার সমন্বয় করতে একটা মোবাইল লোন নেবার কথা ভাবা যেতে পারে। অনলাইনে মোবাইল লোন নেবার বিষয়টি পার্সোনাল লোন নেবারই মতো যাতে স্মার্টফোন কেনার সিদ্ধান্তের সহায়তা হয়।
জনপ্রিয় শপিং ই-কমার্স ওয়েবসাইটগুলি থেকে অনলাইন মোবাইল লোন সহজে পাওয়া যায়। ক্রেতারা একটা ইনস্ট্যান্ট লোন অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন অথবা কোন ক্রেডিট ওয়েবসাইটে গিয়ে একটি মোবাইল লোন নামক পার্সোনাল লোনের আর্থিক সহায়তা্র অনুরোধ করতে পারেন। আজকের প্রজন্মের যুব সমাজের বেশিরভাগই মোবাইল ফোনে মগ্ন থাকেন এবং মোবাইল নিয়ে অনেকটা সময় কাটান। বিদ্যার্থী ও গৃহবধূরা দুর্দান্ত একটা মোবাইল ফোন কেনার জন্য অনায়াসে একটি মোবাইল পার্সোনাল লোন নিতে পারেন।
ইন-স্টোর বা অনলাইন ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে কনজিউমার লোন নিয়ে সহজেই একটি মোবাইল লোন নেওয়া যেতে পারে। একটা ভালো মোবাইল ফোন হাতে থাকলে মনের মধ্যে যে জোশ অনুভব হয় তাকে অবহেলা করা যায় না। এটি একটি প্রয়োজনীয় গ্যাজেট যা আপনাকে বিনোদন দেয় আর সারাদিন ধরে অনেক রকম সক্রিয়তায় আপনাকে নিয়োজিত রাখে। তাই, মোবাইল লোন নিয়ে একটি দামি মোবাইল কেনার জন্য বিনিয়োগ করার চিন্তা ভালোই, তাতে আপনার ট্রেন্ডি ফোন আর খরচের ভারসাম্য বজায় থাকবে।
পার্সোনাল লোনের জন্য আবেদন করুন