ম্যারেজ লোন
আপনি যদি আপনার বিবাহের জন্য সঞ্চয় করতে শুরু করে না থাকেন, তাহলে একটা জাঁকজমকপূর্ণ বিবাহের অনুষ্ঠানের টাকা যোগার করা বেশ কঠিন হতে পারে। বিবাহের জন্য প্রয়োজনীয় আর্থিক যোগান পাবার একটি সহজ উপায় হ’ল পার্সোনাল লোন। বিবাহের যোগাড়যন্ত্র করার সময় কোন চাপ না নিয়ে অনলাইনে ইনস্ট্যান্ট লোন অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে চট করে একটা পার্সোনাল লোন নিয়ে নিন। অনলাইনে ম্যারেজ লোনের জন্য আবেদন করা একটি নিরাপদ পদ্ধতি যেখান থেকে খুব তাড়াতাড়ি লোনের টাকা দিয়ে দেওয়া হয় যাতে ঋণগ্রহীতারা সময় মতো পেমেন্ট করে তাদের বিবাহের অনুষ্ঠানকে আরো বেশি আনন্দময় করে তুলতে পারেন।
হিরোফিনকর্প হ’ল অনলাইনে ম্যারেজ লোন নেবার উপযুক্ত ও সুবিধাজনক একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ। লোনের আবেদন সংক্রান্ত সবকটি পর্যায়েই পেপারলেস পদ্ধতি ব্যবহার করা হয়। আবেদন করা, প্রমাণপত্রাদি দাখিল করা, যাচাইকরণ প্রক্রিয়া ও টাকা দেওয়া, পুরোটাই অনলাইনে হয়ে থাকে। এর ফলে বেশ খানিকটা সময় বাঁচে আর আপনি সুবিধাজনক ভাবে বাড়িতে স্বাচ্ছন্দ্যে থেকেই বিবাহের জন্য টাকা ধার পেতে পারেন।
হিরোফিনকর্প অ্যাপ নাড়াচাড়া করলেই দেখবেন ম্যারেজ লোন পরিশোধ করা খুব সোজা। অ্যাপের সংশ্লিষ্ট ইন-বিল্ট ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে একজন ঋণগ্রহীতা নিজের বাজেট অনুযায়ী ইএমআই সংক্রান্ত টাকার পরিমান নির্ধারণ করে নিতে পারেন। সেই অনুযায়ী আপনি বিবাহের নিমন্ত্রণ, পোশাক, লোকেশন, ফ্লাইট টিকিট ইত্যাদির বন্দোবস্ত করতে পারেন।
পার্সোনাল লোনের জন্য আবেদন করুন