লোনের মেয়াদ কম
কোন শর্ট-টার্ম লোন সাধারনতঃ ২ বছর পর্যন্ত পরিশোধের মেয়াদে নেওয়া হয় এবং বহু বছর ধরে ঋণ পরিশোধের বোঝা বয়ে বেড়াতে হয় না।
হিরোফিনকর্পের শক্তিতে বলীয়ান হিরোফিনকর্প একটি একটি ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ । এটি মূলতঃ ১৫,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট শর্ট-টার্ম লোন দেয়। এই টাকাটা অনুমোদন হয়ে যাবার কয়েক মিনিটের মধ্যে পাওয়া যায়। তাৎক্ষনিক শর্ট-টার্ম ফিনান্স পাবার পদ্ধতিতে পেপারলেস ডকুমেন্টেশন এবং রিয়েল টাইম ভেরিফিকেশন হয়। একবার যাচাই প্রক্রিয়া হবার পর অনুমোদন হয়ে গেলে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে টাকা দিয়ে দেওয়া হয়।
হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপ একটি সম্পূর্ণ ডিজিট্যাল ইনস্ট্যান্ট লোন প্ল্যাটফর্ম। আপনি নিজের লোন অ্যাকাউন্টের ব্যবস্থাপনা অনলাইনে করে নিতে পারেন এবং জরুরী কিছু তথ্য, যেমন সুদের হার, ইএমআই, এবং পরিশোধের সময়সীমা যে কোন জায়গা থেকে দেখে নিতে পারেন যা আপনার একদম আঙুলের ডগায়। তাহলে, হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপের মাধ্যমে একটি ঝুঁকি বিহীন শর্ট-টার্ম লোন নিন এবং নিজের সুবিধামতো ৬ থেকে ১২ মাসের নমণীয় সময়সীমার মধ্যে পরিশোধ করুন।
হিরোফিনকর্প অ্যাপের সাথেই একটি ইন-বিল্ট ইএমআই ক্যালকুলেটর আছে যেখান থেকে লোনের পরিমান, সুদ ও মেয়াদের ভিত্তিতে শর্ট-টার্ম লোনের ইএমআই বেছে নিতে পারবেন।
হিরোফিনকর্প ইনস্ট্যান্ট পার্সোনাল লোন একটি অনলাইন শর্ট-টার্ম লোন যাকে ভাবী ঋণগ্রহীতারা নিজেদের জরুরী প্রয়োজন মেটাবার জন্য ব্যবহার করতে পারেন। এটা একটা কোন করণে নয়, নানাধরণের জরুরী আর্থিক প্রয়োজন এটা দিয়ে মেটানো যাবে। বাড়িভাড়া হোক, পরিকল্পনাহীন কোন ভ্রমণ, পড়াশোনার খরচ, মেরামতির খরচ ইত্যাদি যা কিছু হতে পারে। বানিজ্যিক ক্ষেত্রেও শর্ট টার্ম লোন খুবই মুল্যবান হতে পারে বিশেষ করে ছোট ও মাঝারি আকারের ব্যবসা বা স্টার্ট-আপের ক্ষেত্রে।
আর্থিক সংকটের মোকাবিলা করার জন্য একটি শর্ট-টার্ম লোন নিয়ে নেওয়া হল সব থেকে সহজতম উপায়। ঋণগ্রহীটাদের ঝুঁকি কম থাকে কেননা, ঋণের পরিমান খুব বেশি বড় নয় এবং তা ধীরে ধীরে ইএমআই-এর মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। ইনস্ট্যান্ট লোন অ্যাপ এসে অনলাইনে সহজে নিজের স্বাচ্ছন্দ্য অনুসারে শর্ট-টার্ম লোন নেবার ব্যাপারটাকে সহজ করে দিয়েছে। বাড়ি, অফিস বা যে কোন জায়গায় আপনি শুধুমাত্র পার্সোনাল লোন অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে অনলাইনে শর্ট-টার্ম লোনের আবেদন করতে পারেন। হিরোফিনকর্প অ্যাপের মতো ইনস্ট্যান্ট লোন অ্যাপ থেকে শর্ট-টার্ম লোন নেবার উপকারিতা ও বৈশিষ্ট্য সমূহ দেখে নিন।
অন লাইনে শর্ট-টার্ম লোন নেবার প্রধান সুবিধা হলো এর যোগ্যতামান খুবই সিধাসাধা এবং নামমাত্র কাগজপত্র দরকার হয়। আনুষ্ঠানিক রীতিনীতি কম হওয়ায় শর্ট-টার্ম লোন অনলাইনে সহজে পাওয়া যায়। শর্ট-টার্ম লোনের তাৎক্ষনিক অনুমোদনের জন্য যোগ্যতামান ও বাধ্যতামূলক প্রমাণপত্রাদি সম্পর্কে জেনে রাখুন:
লোনের পরিমান ৫০,০০০ বা ১,৫০,০০০ যাই হোক না কেন শর্ট-টার্ম লোনের আবেদন করার আগে ভাবী ঋণগ্রহীতার উচিত নিজের যোগ্যতামান যাচাই করে নেওয়া। তাহলে যে কোন প্রতারণার ঘটনা থেকে সুনিশ্চিত সুরক্ষা পাওয়া যাবে:
বেতনভোগীদের জন্য ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে।
স্ব-নিয়োজিতদের জন্য ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীকে মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা উপার্জন করতে হবে আর তার সাথে বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বাধ্যতামূলক।
আয়ের প্রমানপত্র: স্যালারি অ্যাকাউন্ট বা ব্যক্তিগত অ্যাকাউন্টের ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
প্রথম যে প্রমাণপত্রটি লাগবে, সেটি আধার কার্ড।
অনলাইনে প্রমাণপত্রাদি যাচাই হবার ফলে সশরীরে লোনের আবেদন দাখিল করার ঝমেলা পোহাতে হয় না। ১.৫ লাখ টাকা পর্যন্ত শর্ট-টার্ম লোন নেবার জন্য যে সব বাধ্যতামূলক প্রমাণপত্রাদি অথবা বিবরণ দরকার হয় তা হ’ল:
আধার কার্ড না থাকলে আপনি প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন।
অন্যান্য জরুরী কাগজপত্রের মধ্যে রয়েছে আপনার পেশাগত ও আর্থিক বিবরণ সহ বিগত ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
আর্থিক প্রতিষ্ঠানের প্রস্তাবিত ব্যংকগুলির যে কোন একটিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।
বয়সের যোগ্যতা: আবেদনকারীর বয়স ২১ বছর থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে।
হিরোফিনকর্প পার্সোনাল লোন অ্যাপে শর্ট-টার্ম ইনস্ট্যান্ট লোন সম্পর্কিত অনেক বৈশিষ্ট্য রয়েছে। লোনের জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ, নিচের ধাপগুলি অনুসরণ করুন:
গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প ইনস্ট্যান্ট লোন অ্যাপ ইনস্টল করুন
মৌলিক বিবরণ দিয়ে রেজিস্টার করুন - মোবাইল নম্বর ও ইমেল-এর ঠিকানা
ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনার পছন্দমতো নিজের লোনের ইএমআই ঠিক করুন
নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করে নেওয়া হবে, আপনার কোন তথ্য কখনোই সংরক্ষণ করা হবে না
কয়েক মিনিটে ইনস্ট্যান্ট লোনের অনুমোদন পেয়ে যাবেন আর আপনার অ্যাকাউন্টে লোনের টাকা জমা হয়ে যাবে