H.Ai Logo
H.Ai Bot
Powered by GPT-4
Terms of Service

I have read through the Terms of Service for use of Digital Platforms as provided above by HFCL and I provide my express consent and agree to the Terms of Service for use of Digital Platform.

গৃহ সংস্কার

কিছু দিন পর পরই গৃহ মেরামত ও সংস্কার করা জরুরী হয়ে পড়ে। কিন্তু বহু মানুষই সেটা করে উঠতে পারেন না কিংবা গৃহ মেরামত ও সংস্কার করতে দেরি হয়, কারণ সে সবের জন্য অনেক খরচ পড়ে যায়। যতক্ষণ না খুব সংকটজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, বাড়ি সংস্কারকে ততটা পাত্তা দেওয়াই হয় না। এখন অনলাইনে সহজেই গৃহ সংস্কার লোন পাওয়া যাচ্ছে বলে বর্তমান স্টাইলে গৃহ সারাই করা সম্ভবপর হচ্ছে। আপনার পরিবারের বসবাসের জন্য একটুখানি স্বাচ্ছন্দ্যে মাথা গোঁজার জায়গা তো চাই! আর তাই সহজসাধ্য কোন হোম রেনোভেশন লোন নিয়ে বর্তমান বাসস্থানটিকে মেরামত ও সংস্কার করতে পারলে ভালোই হয়, তাই না?

ভারতের একটি বিশ্বাসভাজন আর্থিক প্রতিষ্ঠান, হিরোফিনকর্প গ্রুপ নিয়ে এসেছে হিরোফিনকর্প, একটি ইনস্ট্যান্ট পার্সোনাল অ্যাপ, যা আপনার জরুরী আর্থিক প্রয়োজন মেটাবে। বহু পরিবার এমনও আছেন যাদের কাছে মানুষের বহুবিধ আর্থিক লক্ষ্যের মধ্যে গৃহ মেরামত ও সংস্কার অগ্রাধিকার পায়। কবে আপনার সঞ্চয় বাড়বে তার জন্য অপেক্ষা না করে বরং হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে একটি হোম রেনোভেশন লোনের আবেদন করুন আর ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোনের জন্য দ্রুত অনুমোদন পেয়ে যান। উপযোগী কিছু বৈশিষ্ট্য, সরল যোগ্যতামান ও পেপারলেস ডকুমেন্টেশন, এই সব কিছুর সমন্বয়ে হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে আপনার হোম রেনোভেশন লোন পেয়ে যাওয়া এখন সাধ্যের মধ্যেই।

logo
সহজ ডিজিটাল প্রক্রিয়া
logo
ন্যূনতম বেতন প্রয়োজন ₹15K
logo
দ্রুত বিতরণ
Home Renovation Loan EMI Calculator

Monthly EMI

₹ 0

Interest Payable

₹ 0

হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে একটি হোম রেনোভেশন লোনের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি

t1.svg
চটজলদি অনুমোদন

আপনার স্মার্ট ফোনে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করুন এবং প্রয়োজনীয় তথ্যাদি এন্টার করুন। রিয়েল টাইম অ্যাসেসমেন্ট হয়ে যাবার পর লোনের টাকা সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।

t2.svg
চটজলদি টাকা দেওয়া

কেওয়াইসি বিবরণ দাখিল করা হয়ে গেলে এবং আয়ের প্রমাণপত্র যাচাই করা হয়ে গেলে লোনের টাকা সাথে সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আপনাকে দেখে নিতে হবে ওয়েবসাইট ও অ্যাপে যে সব ব্যাঙ্কের নাম তালিকায় আছে, তার কোন একটিতে যেন আপনার অ্যাকাউন্ট থাকে।

t3.svg
পেপারলেস ডকুমেন্টেশন

কোন প্রমাণপত্র আপলোড করতে অথবা জমা দিতে হবে না। নিজের আধার কার্ড, আধার কার্ডের সাথে লিঙ্ক করা মোবাইল নম্বর, প্যান কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ হাতের কাছেই রাখুন।

05-Collateral.svg
ইএমআই ক্যালকুলেটর

ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে হোম রেনোভেশন লোন পরিশোধ করার মাসিক কিস্তি গণনা করুন। নানারকম লোনের পরিমান, সুদের হার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে নিজের সামর্থ্য অনুযায়ী ইএমআই পরিমান স্থির করুন যেটা আপনার উপযোগী মনে হয়। সব ফলাফলই ১০০% সঠিক এবং তা কয়েক সেকেন্ডের মধ্যেই জানতে পারা যায়।

t4.svg
সুদের হার কম

সুদের হার এতটাই কম যে ১.৬৭% দিয়ে সেটা শুরু হয়। তুলনামূলক ভাবে সুদের হার কম ধার্য হওয়ার জন্য প্রয়োজনের সময়ে পার্সোনাল লোন সাশ্রয়কারী। তাছাড়াও, যতটুকু লোনের পরিমান ব্যবহার করছেন শুধুমাত্র তার উপরেই সুদ দিতে হবে, অনুমোদিত পরিমানের পুরোটার উপর নয়।

instantApproval.png
কোল্যাটারাল লাগবে না

হোম রেনোভেশন লোনের মতো পার্সোনাল লোন সম্পর্কিত সেরা বৈশিষ্ট্য হলো এতে কোন সিকিউরিটি বা কোল্যাটারাল দরকার হয় না। এর ফলে ঋণদাতারাও সাথে সাথে পার্সোনাল লোনের অনুমোদন করতে পারেন।

হোম রেনোভেশন লোনের প্রমাণপত্রাদি ও যোগ্যতামান

প্রতিটি আর্থিক পদ্ধতির জন্য নির্দিষ্ট যোগ্যতামান দরকার হয়, তার সাথে চাই কিছু জরুরী প্রমাণপত্রাদি যা লোন নেবার প্রক্রিয়ায় আরো অগ্রসর হবার জন্য দাখিল করা বাধ্যতামুলক:

01

যথাযথ ভাবে পূরণ করা ও স্বাক্ষর করা আবেদন পত্র। ইলেকট্রনিক স্বাক্ষর অনলাইনে দাখিল করা হয়

02

কেওয়াইসি প্রমাণপত্রাদি - আধার কার্ড/ড্রাইভিং লাইসেন্স

03

আয়ের প্রমাণপত্রাদি - বিগত ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর রিটার্ণ শিট অথবা ফর্ম ১৬

04

আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে

05

আপনাকে স্ব-নির্ভর বা স্বনিয়োজিত স্বতন্ত্র ব্যক্তি/ব্যবসায়ী হতে হবে

06

ঋণদাতার নির্ধারিত চাহিদা অনুযায়ী মাসিক উপার্জন হতে হবে

07

আপনার বয়স ২১ থেকে ৫৮ বছর বয়সের মধ্যে হতে হবে

08

আপনার ক্রেডিট ইতিহাস ঋণদাতার নির্ধারিত চাহিদা অনুযায়ী হতে হবে। বিভিন্ন ঋণদাতার চাহিদা অনুযায়ী প্রার্থিত ক্রেডিট ইতিহাস ভিন্ন হতে পারে

বি.দ্র.: আপনার বয়স যদি ২১ থেকে ৫৮ বছর হয় এবং আপনার মাসিক আয় যদি কমপক্ষে ১৫,০০০ টাকা হয় তাহলে আপনি হিরোফিনকর্প থেকে একটি পার্সোনাল লোন পাবার যোগ্য। কাগজের আকারে কোন প্রমাণপত্র বা দেখাশোনার দরকার নেই, আজই একটি পার্সোনাল লোনের জন্য আবেদন করুন।
হিরোফিনকর্প অ্যাপের ক্ষেত্রে প্রমাণপত্রাদি এবং যোগ্যতামানের ব্যাপারটা অনেক সরল, জানার জন্য এখানে ক্লিক করুন।

হিরোফিনকর্প থেকে কিভাবে হোম রেনোভেশন লোনের জন্য আবেদন করতে হবে?

আবেদন প্রক্রিয়া ও অনুমোদন দু’টোই তাড়াতাড়ি হয় বলে আপনি গৃহ সংস্কার সংক্রান্ত নিয়মকানুনের ব্যাপারটা মেটাতে পারেন:

how-to-apply-for-doctor-loan (1).webp

  • 01

    শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকে হিরোফিনকর্প অ্যাপ ইনস্টল করুন

  • 02

    প্রাথমিক কিছু তথ্য দিয়ে রেজিস্টার করুন - মোবাইল নম্বর ও ইমেল ঠিকানা ওটিপির মাধ্যমে যাচাই করুন

  • 03

    যতটা লোন চাই তার পরিমান এন্টার করুন এবং লোন ইএমআই ক্যালকুলেটর ব্যবহার করে আপনি কত টাকা করে ইএমআই দিতে পারবেন তা স্থির করে নিন

  • 04

    একটি সিকিউরিটি কোড ব্যবহার করে আপনার কেওয়াইসি বিবরণ যাচাই করে নেওয়া হবে

  • 05

    নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিভিকেশন করিয়ে নিন; এই সব তথ্যাদি কখনোই সংরক্ষণ করা হয় না

  • 06


    চটজলদি মাত্র কয়েক মিনিটের মধ্যেই লোন অনুমোদন করা হবে আর আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে

সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

হোম রেনোভেশন লোন হ’ল একটি আর্থিক সহায়তা যা গৃহ মেরামত ও সংস্কারের বিভিন্ন কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান দিয়ে থাকে। বাড়ির দেয়ালের মেরামতি, মেঝে পরিবর্তন করা, আসবাবপত্র কেনা যাইহোক না কেন, সব কিছুই হোম রেনোভেশন লোন নিয়ে করে ফেলা যাবে।
হোম রেনোভেশন লোন এক ধরণের পার্সোনাল লোন যা স্ব-নির্ভর অথবা স্বনিয়োজিত উভয় শ্রেণীর মানুষরাই পেতে পারেন তবে মাসিক উপার্জন কমপক্ষে ১৫,০০০ টাকা হতে হবে।
হোম রেনোভেশন লোন আসলে একটি শর্ট টার্ম পার্সোনাল লোন। খুব বেশি পরিমান টাকা ধার দেওয়া-নেওয়া হয় না। তাই, হোম ইমপ্রুভমেন্ট লোন নেবার জন্য কোল্যাটারাল বা কোন রকম সিকিউরিটি দরকার হয় না।
হোম রেনোভেশন লোন নেবার জন্য প্রাথমিক ব্যক্তিগত পরিচয়পত্র এবং আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে, যেমন - আধার কার্ড/প্যান কার্ড, স্যালারি স্লিপ এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট।
হিরোফিনকর্প একটি ইনস্ট্যান্ট লোন অ্যাপ যা দ্রুততার সাথে হোম রেনোভেশন লোন অনুমোদন করে। অনুমোদন হয়ে গেলে লোনের টাকা দিয়ে বাড়ির উন্নতিসাধণ ও আপগ্রেড করা যায়। তার ফলে আপনার বাসস্থান আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মনোরম হয়ে ওঠে।