Apply for Instant Loan

Download Our App

Apply for Instant Loan

Download Our App

Play Store

Apply for Instant Loan

Download Our App

Arrow Arrow

মেডিকেল লোন

অসুখ-বিসুখ জনিত আপৎকালীন অবস্থায় বড় বড় সব খরচ মেটাতে হয়। চিকিৎসা, ওষুধপত্র, সার্জারি, এবং প্রয়োজনে চিকিৎসার পরবর্তী পদ্ধতির বিষয়টিও থাকে। ঝড়ের মুখোমুখি হবার মতো প্রস্তুতি যদি আপনার না থাকে তাহলে একটি মেডিকেল এমারজেন্সি লোন নিয়ে জরুরী ভিত্তিতে আপনার টাকার প্রয়োজন মেটাতে পারেন। একজন চাকুরিজীবির পক্ষে পর পর এতগুলো খরচ সামলানো খুবই কঠিন কাজ। হাতে মেডিকেল লোন থাকলে সহজেই চিকিৎসার বিল আর রোজকার খরচপত্র সহজেই সামলানো যায়। একটি ইনস্ট্যান্ট মেডিকেল লোন এইরকম সময়ে একজন সত্যিকারের রক্ষাকারীর ভূমিকা নেয় যা আপনাকে খুব কম সময়ে টাকা যোগাড় করতে সাহায্য করে।

মেডিকেল বিল মেটানোর জন্য আপনার স্মার্ট ফোনের মাধ্যমে একটি ইনস্ট্যান্ট মেডিকেল লোন নিয়ে নিন। আপনার স্মার্ট ফোন থেকেই ইনস্ট্যান্ট লোন অ্যাপ বা ওয়েবসাইট থেকে একটি মেডিকেল লোনের অনুমোদন পেয়ে যাবেন। হিরোফিনকর্প হল একটি ভরসাযোগ্য পার্সোনাল লোন অ্যাপ যা চিকিৎসা সংক্রান্ত আপৎকালীন অবস্থায় আপনাকে জরুরী ভিত্তিতে আর্থিক সহায়তা দিতে পারে। আপনি ২৪ ঘন্টায় ১,৫০,০০০ টাকা পর্যন্ত লোন পেতে পারেন হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে, যাকে লঞ্চ করেছেন ভারতের একটি বিশ্বাসযোগ্য আর্থিক প্রতিষ্ঠান, হিরোফিনকর্প।

আর্থিক সহায়তা দরকার হলে তখন নিজের সঞ্চয় ভেঙে ফেলা, আত্মীয়ের কাছে চাওয়া, গয়না বেচে দেওয়া, বাহন বিক্রি করে দেওয়া এ সব কিছুই গৌণ হয়ে যায়। জরুরী অবস্থায় ইনস্ট্যান্ট মেডিকেল লোন তাড়াতাড়ি কাজ করে এবং এর জন্য আপনি নিজের অবস্থানে থেকেই স্বচ্ছন্দে আবেদন করতে পারেন। পার্সোনাল লোন অ্যাপের বৈশিষ্ট্যগুলি বিবেচনা করে দেখুন কেন আপনার অনলাইনে মেডিকেল লোনের জন্য আবেদন করা উচিত।

পার্সোনাল লোনের জন্য আবেদন করা
Medical Loan

মেডিকেল লোনের বৈশিষ্ট্য ও সুবিধা

আপনার চোখের সামনে পরিবারের কেউ যখন অসুখের সাথে লড়াই করছেন, সেই অবস্থা থেকে তাদের উদ্ধার করা ছাড়া তখন আর কিছু মনে থাকে না। যদি সঞ্চয়ের তুলনায় চিকিৎসার খরচ বেশি হয়ে যায় সেই রকম কোন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আপৎকালীন পরিস্থিতিতে একটি ইনস্ট্যান্ট মেডিকেল লোনের উপর আস্থা রাখুন। অনলাইনে মেডিকেল লোনের বৈশিষ্ট্য ও সুবিধাগুলি দেখে নিন:

Quick Loan Approval

দ্রুত লোনের অনুমোদন

চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে অপেক্ষার কোন জায়গা নেই। তখন চটজলদি টাকা যোগাড় করতে হবে। ইনস্ট্যান্ট পার্সোনাল লোন অ্যাপ কয়েক ঘন্টা সময়েই লোন অনুমোদন করে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। আর অফলাইন হলে লোনের অনুমোদন পেতে সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে পারে।

No Physical Documents

কাগজপত্রের আকারে প্রমাণপত্র দাখিল করতে হবে না

ইনস্ট্যান্ট লোন অ্যাপের মাধ্যমে মেডিকেল লোন নেবার আর একটি বড় কারণ হল পেপারলেস ডকুমেন্টেশন পদ্ধতি যেখানে কোনরকম কাগজপত্রের বালাই নেই। ন্যূনতম কিছু প্রমাণপত্র আপনার পছন্দের ইনস্ট্যান্ট লোন অ্যাপটিতে আপলোড করে দিতে হবে এবং রিয়েল টাইমে প্রক্রিয়াকরণ হবার জন্য তৎক্ষনাৎ সেটির অনুমোদন পাওয়া যাবে।

Flexible EMI Repayment

পরিশোধের নমণীয় উপায়

ঋণগ্রহীতা ইএমআই পেমেন্টের তারিখ ও মেয়াদ স্থির করতে পারবেন। পেমেন্টের নমণীয় বিকল্প থাকায় আপনি সাহস করে একটু বেশি লোন নিতে পারবেন, কেননা এই লোন পরিশোধ করা সহজ।

Loan EMI Calculator

লোন ইএমআই ক্যালকুলেটর

ইএমআই ক্যালকুলেটর হ’ল ইনস্ট্যান্ট লোন অ্যাপের একটি ইন-বিল্ট বৈশিষ্ট্য। এটি আপনাকে নিজের পরিশোধের সামর্থ্য অনুযায়ী লোনের পরিমান, মেয়াদ ও সুদের হার স্থির করে নিতে দেবে।

হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে কিভাবে অনলাইনে মেডিকেল লোনের জন্য আবেদন করা যাবে?

যে সব রোগীর কিংবা পরিবারের সদস্যদের মেডিক্লেম নেই শুধু তাঁরাই অনলাইনে ইনস্ট্যান্ট লোনের জন্য আবেদন করতে পারবেন। হিরোফিনকর্প অ্যাপ একটি দ্রুতগতি ইনস্ট্যান্ট লোন অ্যাপ, যা ৫০,০০০ টাকা থেকে ১.৫ লাখ টাকা পর্যন্ত জরুরী ভিত্তিতে মেডিকেল লোন পাবার একদম সঠিক জায়গা। গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে হিরোফিনকর্প অ্যাপ ডাউনলোড করে নিন এবং অনলাইন মেডিকেল লোনের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করুন:

Medical Emergency Loan
  • রেজিস্টার করার জন্য আধার কার্ডের সাথে লিঙ্ক করা আপনার মোবাইল নম্বর বা ইমেল আইডি ব্যবহার করুন যেখানে যাচাই করার জন্য একটি ওটিপি যাবে।

  • আপনার আধার কার্ড নম্বর বা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স এন্টার করুন।

  • লোন ইএমআই ক্যালকুলেটরের সাহায্যে লোনের পরিমান ও পরিশোধের মেয়াদ বেছে নিন।

  • সবশেষে, আপনার ব্যক্তিগত, আর্থিক ও বৃত্তিগত বিবরণ ডিজিটাল কেওয়াইসি দাখিল করার পদ্ধতিতে আপলোড করুন যা রিয়াল টাইমে যাচাই করা হবে।

  • তালিকাভুক্ত ব্যাঙ্কগুলির থেকে আপনার ব্যাঙ্কটিকে বেছে নিয়ে নিজের অ্যাকাউন্ট সংক্রান্ত বিবরণ দিন যেখানে আপনি লোনের টাকা পেতে চান।

আপৎকালীন চিকিৎসার ব্যাপারে অপেক্ষা করা যায় না। প্রিয়জনের চিকিৎসার খরচ মেটানোর জন্য আপনার তখন যত তাড়াতাড়ি সম্ভব টাকা চাই। কোন কারণে মেডিকেল লোন পেতে যেন দেরি না হয়, তাই অনলাইনে আবেদন করার আগেই ভাবী ঋণগ্রহীতাদের লোন পাবার যোগ্যতামান আর প্রয়োজনীয় প্রমাণপত্রাদির সম্পর্কে ভালো করে জেনে রাখা দরকার:

  • 1

    বয়সগত যোগ্যতা: আবেদনকারীর বয়স ২১-৫৬ বছর বয়সের মধ্যে হতে হবে।

  • 2

    বেতনভোগীদের ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীর মাসিক আয় মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা হতে হবে।

  • 3

    স্ব-নিয়োজিতদের ন্যূনতম মাসিক আয়: আবেদনকারীর মাসিক আয় মাসে কমপক্ষে ১৫,০০০ টাকা হতে হবে এবং বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া বাধ্যতামুলক।

  • 4

    আয়ের প্রমাণপত্র: স্যালারি অ্যাকাউন্ট অথবা ব্যক্তিগত অ্যাকাউন্টের বিগত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।

  • 5

    ইনস্ট্যান্ট লোন পাবার জন্য আবেদন করতে প্রথমেই যে প্রমাণপত্রটি দরকার তা হ’ল আধার কার্ড।

  • 6

    আধার কার্ড না থাকলে আপনি আপনার প্যান কার্ড/ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারেন।

  • 7

    অন্যান্য জরুরী প্রমাণপত্রাদির মধ্যে রয়েছে আপনার পেশগত ও ব্যক্তিগত বিবরণ সহ বিগত ৬ মাসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।

  • 8

    আর্থিক প্রতিষ্ঠানের অনুমোদিত ব্যাঙ্কের তালিকা থেকে কোন একটিতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে।

ব্লগসমূহ
সাধারণতঃ জিজ্ঞাসিত প্রশ্নাবলী
Exclusive deals

Subscribe to our newsletter and get exclusive deals you wont find anywhere else straight to your inbox!