• Home
  • >
  • Blog
  • >
  • Personal Loan
  • >
  • আমার বেতন ৩০,০০০ টাকা হলে আমি পার্সোনাল লোন হিসাবে কতো টাকা পাবো?

আমার বেতন ৩০,০০০ টাকা হলে আমি পার্সোনাল লোন হিসাবে কতো টাকা পাবো?

ব্যক্তিগত প্রয়োজন মেটাতে এবং জীবনের অনিশ্চয়তার সাথে মোকাবিলা করতে পার্সোনাল লোন সহায়তা করে। পড়াশোনা, বিবাহ, ভ্রমণ, সম্পত্তি, হাসপাতাল ইত্যাদির মতো এমন বহু প্রয়োজন আছে যেখানে আর্থিক প্রয়োজন ও দায় মেটাবার জন্য পার্সোনাল লোন আশীর্বাদ হয়ে দেখা দেয়। ইউজার ফ্রেন্ডলি ইনস্ট্যান্ট লোন অ্যাপ আর ওয়েবসাইটের কল্যানে লোনের আবেদনপত্র দাখিল করা এখন আর খুব লম্বা আর সময়সাধ্য ব্যাপার নয়। এখন প্রশ্ন হলো আমার স্যালারি বা আয়ের ভিত্তিতে আমি কত টাকা পর্যন্ত লোন পেতে পারি? এখন যদি আমার বেতন বা আয় ৩০,০০০ টাকা হয় তাহলে আমি কত টাকা লোন পাবো?

এর উত্তর বিভিন্ন ঋণদাতা এবং আপনার যোগ্যতামানের বিচারে আপনি যেমন ভাবে মানানসই হবেন সেই অনুযায়ী নির্ধারিত হবে। সাধারণত: ৩০,০০০ টাকার মাইনের কোন ব্যক্তি ১৫,০০০ থেকে ২ লাখ পর্যন্ত স্মল ক্যাশ লোন পেতে পারেন। এটা দিয়ে জরুরী ভিত্তিতে টাকার প্রয়োজন মেটানো যাবে এবং ঋণ পরিশোধ করা যাবে। যে কোম্পানিতে কাজ করেন সুনাম যত বেশি হবে এবং মাইনে যত উঁচু পর্যায়ের হবে তত বেশি পরিমান লোন পাবার সম্ভাবনা থাকবে।  

পরিশোধের জন্য ইএমআই কত দিতে হচ্ছে তার বিবেচনার ভিত্তিতে সর্বাধিক কত টাকা লোন নেওয়া যেতে পারে তা স্থির করে নেওয়া যায়। কত রকম ভাবে ইএমআই শোধ করা যায় সঠিকভাবে তার গণনা করার জন্য আপনি ইএমআই ক্যালকুলেটর বা পার্সোনাল লোন এলিজিবিলিটি ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।
 

৩০,০০০ টাকা মাইনে হলে পার্সোনাল লোন পাবার যোগ্যতামান কি হবে?


ব্যক্তিগত ভাবে লোনের যোগ্যতামান বিচার করতে গেলে সেই ব্যক্তির মাসিক আয় খুবই তাৎপর্যপূর্ণ। বিবেচনা করার জন্য বিভিন্ন ঋণদাতার আলাদা রকমের ও নিজস্ব মাপকাঠি রয়েছে।
To Avail Personal Loan
Apply Now

কারো মাইনে ৩০,০০০ টাকা হলে পার্সোনাল লোন পাবার যোগ্যতামান হিসাবে তাকে নিম্নোক্ত শর্তগুলি পূরণ করতে হবে।

 
  • ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র
  • আয়ের প্রমানপত্র হিসাবে বিগত ছয় মাসের স্যালারি স্লিপ ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট
  • বয়স জনিত যোগ্যতা হিসাবে তার বয়স ২১ থেকে ৫৮ বছরের মধ্যে হতে হবে
  • আপনাকে হয় মাসিক বেতনভোগী অথবা স্বনিয়োজিত/ব্যবসায়ী  হতে হবে
  • আপনাকে পাবলিক/প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে বা তার সাথে যুক্ত থাকতে হবে
  • আপনার ক্রেডিট ইতিহাস ঋণদাতার নির্দিষ্ট করা যোগ্যতামানের শর্ত পূরণ করতে হবে। বিভিন্ন ঋণদাতার ক্ষেত্রে তাদের নিজস্য মাপকাঠি অনুযায়ী চাহিদা স্বতন্ত্র হতে পারে
 

৩০,০০০ টাকা বা তার বেশি মাসিক আয় করা ব্যক্তির লোন অনুমোদন হবার জন্য অন্যান্য যোগ্যতামানের সাথে সাথে এইসব অপরিহার্য প্রমানপত্রাদিও দরকার হবে।

 
  • স্ট্যান্ডার্ড কেওয়াইসি ডকুমেন্ট

    আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট
  • আয়ের প্রমানপত্রাদি

    বেতন ভোগীদের জন্য সাম্প্রতিকতম স্যালারি স্লিপ এবং স্বনিয়োজিতদের জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট


হিরোফিনকর্প হ’ল হিরোফিনকর্পের মদতপুষ্ট একটি পার্সোনাল লোন অ্যাপ। এটি সুনির্দিষ্ট ভাবে ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন দেবার জন্য ডিজাইন করা হয়েছে। অনুমোদনের কয়েক মিনিটের মধ্যেই সহজে এই পরিমান টাকা পাওয়া যাবে। ইনস্ট্যান্ট ১.৫ লাখ টাকা লোন পাবার পদ্ধতি সম্পন্ন করা হয় পেপারলেস ডকুমেন্টেশন এবং রিয়েল-টাইম ভেরিফিকেশনের মাধ্যমে। একবার ভেরিফাই ও মঞ্জুর হয়ে গেলে ৪৮ ঘন্টার মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।  

হিরোফিনকর্প অ্যাপ লোন পেতে ইচ্ছুক মানুষদের স্যালারি স্ল্যাব নির্বিশেষে অনেক রকম লোনের আবেদন করার স্বাধীনতা দিয়েছে, যেমন এডুকেশন লোন, কনজিউমার লোন, হোম রেনোভেশন লোন, মেডিক্যাল লোন ইত্যাদি। এখান থেকে আপনি নিজের পছন্দমতো লোন বেছে নিতে পারবেন। মাসিক উপার্জন ১৫,০০০ টাকা হলেও তারা হিরোফিনকর্প অ্যাপের মাধ্যমে লোনের আবেদন করতে পারেন। 

To Avail Personal Loan
Apply Now